ভিডিও সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

মেয়েদের শিক্ষার উন্নয়নে পরিবার ও সমাজকে একসাথে কাজ করতে হবে- অদম্য প্রকল্পের আলোচনাসভায় বক্তারা

মেয়েদের শিক্ষার উন্নয়নে পরিবার ও সমাজকে একসাথে কাজ করতে হবে- অদম্য প্রকল্পের আলোচনাসভায় বক্তারা

 মেয়েদের শিক্ষার পথে প্রতিবন্ধকতা দূরীকরণ ও টেকসই সমাধান খুঁজে বের করার লক্ষ্যে কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলায় অনুষ্ঠিত হয়েছে জেলা পর্যায়ের আলোচনা সভা। মালালা ফান্ডের অর্থায়নে এবং জাগো ফাউন্ডেশন ট্রাস্টের উদ্যোগে পরিচালিত ‘অদম্য (ODOMMO – Operating Diversified Opportunities in Mass-Mitigation of Obstacles of Girls’ Education)’ প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করা হয়।

 

কিশোরগঞ্জ জেলা ১৩টি উপজেলা নিয়ে গঠিত একটি ঐতিহাসিক ও সংস্কৃতিতে সমৃদ্ধ অঞ্চল। তবে নারী শিক্ষা, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, সামাজিক বৈষম্য ও সহিংসতার সূচকে এই জেলা এখনো পিছিয়ে আছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় অদম্য প্রকল্প মাঠ পর্যায়ে কাজ করছে মেয়েদের শিক্ষার সুযোগ বৃদ্ধি, জেন্ডার সমতা ও কমিউনিটি সচেতনতা বৃদ্ধির জন্য।

"ODOMMO" প্রকল্পের আওতায়, বিদ্যালয়ে কন্যাশিশুদের ভর্তি বৃদ্ধি, নারী শিক্ষা ও জেন্ডার ভিত্তিক বৈষম্য দূরীকরণের লক্ষ্যে কমিউনিটি ভিত্তিক সচেতনতা বৃদ্ধি এবং গার্লস ক্লাব গঠন করা হয়েছে। শিক্ষার্থীদের STEM, SEL, এবং Competency-Based Learning এর মাধ্যমে শিক্ষাগত সহায়তা প্রদান করা হচ্ছে। এছাড়া, বিদ্যালয়ের শিক্ষক এবং এসএমসি সদস্যদের জেন্ডার বান্ধব শিক্ষার পরিবেশ ও মনিটরিংয়ে দক্ষতা বৃদ্ধির জন্য কর্মশালা ও প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রকল্পের মাধ্যমে বাল্যবিবাহ, যৌন হয়রানি এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি, স্যানিটারি ন্যাপকিন প্রদান এবং মাসিক ব্যবস্থাপনা নিয়ে সচেতনতা তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সভার মূল আলোচনায় মেয়েদের শিক্ষার প্রতিবন্ধকতা এবং উত্তরণের উপায় নিয়ে বিশদ আলোচনা করা হয়। এছাড়াও প্রকল্পের লক্ষ্য ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা শিক্ষা অফিসার জনাব শামছুন নাহার মাকছুদা। তিনি বলেন, "সমাজে স্থায়ী পরিবর্তন আনতে হলে শিক্ষার প্রসার এবং নারীদের ক্ষমতায়ন জরুরি। আজ আমাদের মেয়েরা অনেক এগিয়ে গেছে, স্কুলে মেয়েদের সংখ্যা এখন ছেলেদের থেকেও বেশি। তবে উন্নয়নের ভারসাম্য রাখতে ছেলেদের শিক্ষাকেও সমান গুরুত্ব দিতে হবে। শিক্ষা হবে সবার জন্য, ছেলেমেয়ে নির্বিশেষে।"

আরও পড়ুন

জাগো ফাউন্ডেশন ট্রাস্টের প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন ডিপার্টমেন্ট-এর সিনিয়র ম্যানেজার জনাব ইফতিখার উল করিম বলেন, "আমরা বিশ্বাস করি, শিক্ষা হলো পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। মানসম্মত শিক্ষা কেবল ব্যক্তিকে নয়, পুরো সমাজকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যায়। জাগো ফাউন্ডেশন ট্রাস্ট সবসময় সেই দৃষ্টিভঙ্গি নিয়েই কাজ করছে— যেন প্রতিটি মেয়ে ভয়মুক্ত পরিবেশে নিজের স্বপ্ন পূরণ করতে পারে।"

কিশোরগঞ্জ জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক জনাব একেএম বজলুর রশীদ তালুকদার বলেন, "মিঠামইনের মতো প্রত্যন্ত অঞ্চলে মেয়েদের জন্য শিক্ষার সুযোগ খুবই সীমিত। অদম্য প্রকল্প মেয়েদের শিক্ষা নিয়ে সামাজিক সচেতনতা বাড়ানো এবং নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।"

সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা বিভাগের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেয়েদের শিক্ষার উন্নয়নে পরিবার ও সমাজকে একসাথে কাজ করতে হবে- অদম্য প্রকল্পের আলোচনাসভায় বক্তারা

সারা দেশের মানুষ এখন দাঁড়িপাল্লায় ভোট দিতে প্রস্তুত : গোলাম পরওয়ার

ভি৬০ লাইট: এক ছবিতে চার ঋতুর অভিজ্ঞতা

বিমানবন্দরে আমদানি পণ্য খালাসের কার্যক্রম শুরু  

রাকসুর নবনির্বাচিত প্রতিনিধি দলের শহিদ শামসুজ্জোহার কবর জিয়ারত 

রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি ও টানা তার, ঝুঁকিতে পথচারী