থাইল্যান্ডে ভারতীয় যুবকের গাঁজা সেবন, অদ্ভূত আচরণে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক: পথচারীদের ভয় দেখানো ও বিশৃঙ্খলার অভিযোগে থাইল্যান্ডের ব্যাংককে এক ভারতীয় নাগরিক গ্রেপ্তার হয়েছেন। পুলিশের অভিযোগ, ব্যাংককের সিয়াম স্কয়ারে ওই ব্যক্তি পিস্তল আকৃতির লাইটার হাতে নিয়ে লোকজনকে ভয় দেখান। আটক যুবকের নাম সাহিল রাম থাদানি।
থাইল্যান্ডের পুলিশ জানায়, গাঁজা সেবনের কারণে ওই যুবক বিভ্রমে ভুগছিলেন। এরফলে অদ্ভূত আচরণ করতে থাকেন তিনি।প্রত্যক্ষদর্শীদের করা ভিডিওতে দেখা যায়, সাহিল চিৎকার করতে করতে রাস্তায় হাঁটছেন এবং পিস্তল সদৃশ একটি বস্তু পথচারীদের দিকে তাক করছেন। পরে নিরাপত্তাকর্মীরা এগিয়ে আসলে তিনি মাটিতে বসে পড়েন।পুলিশ জানায়, তারা যখন সাহিলকে শান্ত ও আটক করতে যান, তখনও তিনি সহযোগিতা করতে অস্বীকার করেন এবং লাইটারটি তাদের দিকে তাক করে ভয় দেখান। পরে তদন্তে দেখা যায়, পিস্তল আকৃতির বস্তুটি আসলে একটি লাইটার।
আরও পড়ুনপুলিশের এক প্রতিবেদন অনুসারে, সাহিল রাম থাদানি আগে ভারতে তিনটি কোম্পানির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সাহিল কতদিন ধরে থাইল্যান্ডে অবস্থান করছেন এবং এর আগে এমন কোনো ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন কি না সেই বিষয়ে তদন্ত চলছে। খবর এনডিটিভির।
মন্তব্য করুন