ভিডিও রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে যুদ্ধবিরতি সই

পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে যুদ্ধবিরতি সই, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে একটি যুগান্তকারী যুদ্ধবিরতি চুক্তি সই হয়েছে। দোহায় কাতারের মধ্যস্ততায় এ চুক্তি সই হয়। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের প্রচেষ্টায় সম্ভাব্য অগ্রগতির অংশ হিসেবে দুই দেশ এই চুক্তিতে পৌঁছেছে। খবর জিও নিউজের।

কাতারের কর্মকর্তারা বলেন, যুদ্ধবিরতি চুক্তি এই অঞ্চলে স্থায়ী শান্তির জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করবে বলে আশা করা হচ্ছে। তারা জানান, উভয় দেশ আগামী দিনে আরো বৈঠক করতে এবং তাদের মধ্যে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য একটি স্থায়ী ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সম্মত হয়েছে।প্রতিবেদনে বলা হয়, শনিবার দোহায় কাতারের মধ্যস্থতায় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে প্রথম দফা আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে পাকিস্তানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। অন্যদিকে আফগান প্রতিরক্ষামন্ত্রী মোল্লা ইয়াকুব আফগানিস্তানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

পাকিস্তানের পক্ষ থেকে আফগান প্রতিনিধিদলকে জানানো হয়, ‘আফগানিস্তানে জঙ্গি গোষ্ঠীর উপস্থিতি অগ্রহণযোগ্য।’ চুক্তির বিষয়টি নিশ্চিত করে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আশা প্রকাশ করেছেন যে দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনার অবসান ঘটাবে এই যুদ্ধবিরতি।

আরও পড়ুন

আসিফ বলেন, ‘উভয় পক্ষের প্রতিনিধিদল ২৫ অক্টোবর ইস্তাম্বুলে আবার দেখা করবে। একে অপরের আঞ্চলিক সার্বভৌমত্বকে সম্মান করতে সম্মত হয়েছে উভয় দেশ।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে যুদ্ধবিরতি সই

কার্গো ভিলেজে আগুন: ক্ষয়ক্ষতি নিরূপণে ৫ সদস্যের কমিটি গঠন

ইসি শুধু আইনের কাছে জবাবদিহি করবে, দলের কাছে নয়

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি

বিত্তবানরা অসহায়দের পাশে দাঁড়ালে সমাজের চিত্র বদলে যাবে : ওবাইদুর রহমান চন্দন

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া শহর যুবদলের প্রস্তুতি সভা