ষোল বছর ধরে তালবীজ রোপণ করছেন ফয়জার রহমান

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি: বজ্রপাতে প্রাণহানি রোধে নিজস্ব অর্থায়নে ১৬ বছর ধরে তাল বীজ (আঁটি) রোপণ করছেন বৃদ্ধ ফয়জার রহমান। তিনি ২০০৮ সাল থেকে সড়ক, মহাসড়ক, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি দপ্তরের পরিত্যক্ত জায়গায় তাল বীজ রোপণ করে আসছেন। এ পর্যন্ত ৬০ থেকে ৬৫ হাজার তাল বীজ রোপণ করেছেন তিনি। সম্প্রতি রংপুরের মিঠাপুকুরে মডেল মসজিদ ও আদিদেব মন্দির চত্বরে তাল বীজ রোপণের সময় ফয়জার রহমানের সাথে কথা হলে তিনি বিষয়টি তুলে ধরেন।
জানা যায়, রংপুরের পীরগঞ্জ উপজেলার খালাশপীর থিরার পাড়া গ্রামের বাসিন্দা ফয়জার রহমান(৬৫)। এ বয়সেও হাতে কোদাল ও ব্যাগে তাল বীজ নিয়ে ছুটে চলেন সড়ক-মহাসড়ক থেকে শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি দপ্তরে।
উদ্দেশ্য পরিত্যক্ত জায়গায় তাল বীজ (আঁটি) রোপণ। গত বুধবার মিঠাপুকুর উপজেলা পরিষদ চত্বরে দেখা হলে তিনি জানান, তার বাবা ইয়াকুব আলী সড়কের দু’ধারে এবং শিক্ষা প্রতিষ্ঠান চত্বরে তাল বীজ রোপণ করতেন।
২০০৭ সালে বাবার মৃত্যুর পর ফয়জার রহমান বাবাকে অনুসরণ করে তাল বীজ রোপণ শুরু করেন। তার দেওয়া তথ্য মতে, গত বুধবার পর্যন্ত ৭৫-৮৮ কিলোমিটার সড়কে ৫৫ হাজার এবং শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি বিভিন্ন দপ্তরে ১২ থেকে ১৫ হাজার তাল বীজ রোপণ সম্পন্ন করেছেন তিনি।
আরও পড়ুনএক প্রশ্নের জবাবে ফয়জার রহমান বলেন, বাবার উপদেশ রক্ষা এবং বজ্রপাতে প্রাণহানি রোধে তিনি এক লাখ তাল বীজ রোপণের লক্ষ্য নিয়ে ২০০৮ সাল থেকে বীজ রোপণ করছেন। ইতোমধ্যে উপজেলার ৫টি সড়কের ৬৩ কিলোমিটারে এবং রংপুর-ঢাকা মহাসড়কের ধাপেরহাট থেকে মিঠাপুকুর উপজেলার জায়গীরহাট পর্যন্ত ৩৫ থেকে ৪০ কিলোমিটারের উভয়দিকে তাল বীজ রোপণ শেষ করেছেন বলে জানান তিনি।
রংপুরের মর্ডান পর্যন্ত তাল বীজ রোপণের ইচ্ছে আছে তার। ফয়জার রহমান ব্যক্তিগত অর্থায়নে তাল বীজ রোপণের কাজ করছেন বলে জানান।
মন্তব্য করুন