বিত্তবানরা অসহায়দের পাশে দাঁড়ালে সমাজের চিত্র বদলে যাবে : ওবাইদুর রহমান চন্দন

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : বিত্তবান সমাজের অসচ্ছল, অসহায় ও নিপীরিত মানুষের পাশে দাঁড়ালে সমাজের চিত্র বদলে যাবে। অর্থের অভাবে চোখের চিকিৎসা করাতে পারেন না, তাদের কথা চিন্তা করে বিনামুল্যে এ চক্ষু শিবিরের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
জার্মান ভিত্তিক মানবিক সংগঠন আন্ধেরী হিলফী বন জার্মানীর আর্থিক সহযোগিতায় খঞ্জনপুর মিশন চক্ষু হাসপাতালের আয়োজনে আজ শনিবার (১৮ অক্টোবর) জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি চক্ষু শিবির উদ্বোধন করে এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান চন্দন।
জেলার খঞ্জনপুর মিশন চক্ষু হাসপাতালের পরিচালনায় চিকিৎসা প্রদান করেন ৪ জন অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক। এই শিবিরে প্রায় ৫’শ জন চক্ষু রোগীকে চিকিৎসা প্রদান করা হয়। আয়োজক কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান চন্দন আরও বলেন, বিএনপির লক্ষ্য সাধারণ মানুষের সেবা করা।
আরও পড়ুনসেই ধারাবাহিকতায় এই আয়োজন। এরআগেও চারটি স্থানে চক্ষু ফ্রি ক্যাম্প সম্পন্ন করেছি। শতশত রোগীকে বিনামূল্যে ওষুধ ও ছানি অপারেশন করে লেন্স লাগানোর ব্যবস্থাও করা হয়েছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।
মন্তব্য করুন