ভিডিও রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়ায় ডাকাতি কাজে ব্যবহৃত অটোরিকশাসহ গ্রেফতার ২

বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়ায় ডাকাতি কাজে ব্যবহৃত অটোরিকশাসহ গ্রেফতার ২

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া বাজারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় গতকাল শুক্রবার রাতে মামলা হয়েছে। ওই রাতেই পুলিশ ডাকাতির কাজে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাসহ আরও দু’জন-চিত্ত রঞ্জন ঘোষ (৩২) ও সোহাগ হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, উপজেলার তালোড়ার বাজারের ধান-চাল, ময়দা-ভূষি ও খৈল ব্যবসায়ী নারায়ণ লাল পোদ্দার ওরফে লালু পোদ্দার (৬৩) ও হেমচান ওরফে হিমু পোদ্দারের (৬০) বাড়িতে ডাকাতি হয়। ডাকাতি করতে গিয়ে হেমচান ওরফে হিমু পোদ্দারের বোন বিমলা পোদ্দার (৬৭) নামে বৃদ্ধা ডাকাতদের হাতে খুন হন।

গতকাল শুক্রবার সকালে ঘটনাটি জানাজানি হলে পুলিশ বৃদ্ধা বিমলা পোদ্দারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়। পুলিশের পাশাপাশি ডিবি, পিআইবি ঘটনার তদন্তে নামেন।

তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রায় কয়েক ঘণ্টার মধ্যেই ডাকাত দলের সদস্য তালোড়া নওদাপাড়ার নবাব আলীর ছেলে জুয়েলকে (২৬) গ্রেফতার করে। এরপর তার দেওয়া তথ্য অনুযায়ী শাপলা গ্রামের হাফিজার রহমানের ছেলে আসলাম (২৫), শিবগঞ্জ উপজেলার খেউনি বিন্নাচাপড় পাড়া গ্রামের বাছেদ প্রামানিকের ছেলে বাহালুল প্রামানিক (২৯) ও কাহালু পোগইল গ্রামের নাজির উদ্দিন প্রামানিকের ছেলে ইমরানকে (৩১) গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

এ ঘটনায় শুক্রবার রাতে হেমচান পোদ্দার হিমু বাদি হয়ে থানায় ডাকাতি মামলা দায়ের করেন। রাতেই মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই নিয়ামান নাসির ফোর্সসহ অভিযান চালিয়ে তালোড়া পোগইল গ্রামের মৃত শুকুর আলীর ছেলে সোহাগ হোসেন (৩৫) ও শাবলা গ্রামের বাবলু ঘোষের ছেলে চিত্র রঞ্জন ঘোষকে (৩২) তালোড়া বাজার এলাকা থেকে গ্রেফতার করেন।

এসময় ডাকাত চিত্র রঞ্জন ঘোষের হেফাজত থেকে ডাকাতি কাজে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করেন। থানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম দু’জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদেরকে ১০ দিনের রিমান্ডের আবেদনসহ আজ শনিবার (১৮ অক্টোবর) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য এ সংক্রান্তে আজ শনিবার (১৮ অক্টোবর) দৈনিক করতোয়া ৭ম পাতায় ‘বগুড়ায় ডাকাতি করতে গিয়ে বৃদ্ধা খুন কয়েক ঘণ্টার মধ্যে চারজন গ্রেফতার’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিত্তবানরা অসহায়দের পাশে দাঁড়ালে সমাজের চিত্র বদলে যাবে : ওবাইদুর রহমান চন্দন

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া শহর যুবদলের প্রস্তুতি সভা

আনসার-ভিডিপি দেশে দক্ষ জনশক্তি তৈরির কারখানা : রংপুর রেঞ্জ উপ-মহাপরিচালক

পঞ্চগড়ে নবনির্মিত ২৫০ হাসপাতালটি সীমিত পরিসরে চালু আগামী মাসেই

বগুড়ার সারিয়াকান্দিতে সাময়িক বরখাস্তের শেষ হলেও স্কুলে যেতে পারছেনা প্রধান শিক্ষক

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আগুন