ভিডিও বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত তেঁতুলিয়া  

নীল আকাশের নিচে ডানা মেলতে শুরু করেছে অপরূপা কাঞ্চনজঙ্ঘা

ছবি : সংগৃহীত,নীল আকাশের নিচে ডানা মেলতে শুরু করেছে অপরূপা কাঞ্চনজঙ্ঘা

সামসউদ্দীন চৌধুরী কালাম, পঞ্চগড় : গত বুধবার সন্ধ্যায় ঝড়েছে এক পশলা বৃষ্টি। রাতে আকাশ গুড় গুড় করলেও মেঘ কেটে বৃহস্পতিবার সকালেই দেখা মেলে ঝলমলে রোদের। এরই মাঝে শরতের হালকা কুয়াশা ভেজা সকালে ভারতের পাহাড়ি কার্শিয়াং শহরের ওপরে উত্তরাকাশে ডানা মেলে অপরূপা কাঞ্চনজঙ্ঘা। পঞ্চগড়ের মানুষের কোন আগ্রহ না থাকলেও সূর্যোদয়ের পরই টকটকে লাল আভায় শ্বে^তশুভ্র মায়াবি কাঞ্চনজঙ্ঘার দৃষ্টিনন্দন আকর্ষণে উল্লাস প্রকাশ করে দেশের বিভিন্ন জেলা থেকে পঞ্চগড়ে আসা পর্যটকরা। যারা তেঁতুলিয়ায় অবস্থান করছিলেন সকাল থেকে ঐতিহাসিক ডাকবাংলা থেকে সীমান্ত নদী মহানন্দার ওপর দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে হাজির হয়ে যান।

মুঠোফোনের কল্যাণে খবর পেয়ে আশপাশের জেলা থেকে উৎসুক কিছু পর্যটকও হাজির হন তেঁতুলিয়ায়। তবে পর্যটকদের আশাহত করে দুপুরের পর থেকে সাদা মেঘে ঢেকে আড়ালে লুকিয়ে পড়ে কাঞ্চনজঙ্ঘা। সূর্যাস্তের পূর্ব পর্যন্ত আর মায়াবি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি। তবে উত্তরের মেঘ কেটে গেলে আজ শুক্রবার সকাল থেকে আবারও দেখা যেতে পারে মোহনীয় কাঞ্চনজঙ্ঘাকে। জেলার বাইরে থেকে আসা পর্যটকদের আবহাওয়ার বিস্তারিত জেনে আসার অনুরোধ করেছে উপজেলা প্রশাসন। যদিও কাঞ্চনজঙ্ঘা দর্শন অনেকটা ভাগ্যের ব্যাপার। আবহাওয়া ভাল থাকলে আগামী মাস পর্যন্ত এমনকি শীতের সময়েও দেখা মিলতে পারে মায়াবি কাঞ্চনজঙ্ঘার।  
কাঞ্চনজঙ্ঘা বিশ্বের তৃতীয় এবং হিমালয় পর্বতমালায় ২য় উচ্চতম পর্বতশৃঙ্গ। কাঞ্চনজঙ্ঘার উচ্চতা প্রায় সমুদ্রপৃষ্ট থেকে ২৮ হাজার ১৬৯ ফুট বা ৮ হাজার ৫৮৬ মিটার। এটি ভারতের সিকিম রাজ্যের সাথে নেপালের পূর্বাঞ্চলীয় সীমান্তে অবস্থিত। কাঞ্চনজংঘা থেকে চারটি নদীর উৎপত্তি ঘটেছে। নদীগুলো বাংলাদেশেও প্রবাহিত হয়। কাঞ্চনজঙ্ঘা নিয়ে রয়েছে নানা রকমের লোককাহিনী। এর আশেপাশের অঞ্চলটিকে বলা হয় পর্বত দেবতার বাসস্থান। দেবতার নাম কাঞ্চনজঙ্ঘা ডেমন। এটি এক প্রকার রাক্ষস। অনেকে বিশ্বাস করে অমরত্বের রহস্য লুকানো আছে এই শ্বেত শুভ্র শৃঙ্গের নিচে। মেঘ বৃষ্টি এবং কুয়াশার আড়ালেই হাত বাড়ালেই যেন শ্বেত-শুভ্র কাঞ্চনজঙ্ঘা!  আর একটু এগুলেই হয়তো ছুঁয়ে ফেলা যাবে চোখ জুড়ানো মন ভোলানো বরফ ঢাকা পর্বতটাকে। হিমালয় মানেই এক বিষ্ময়কর রহস্য, সৌন্দর্যের সব রঙ এর মিশ্রনেই অপরুপা কাঞ্চনজঙ্ঘা। তবে সবসময় দেখা মেলে না সাদা শুভ্র এই পাহাড়ের। মেঘ আর কুয়াশা মাঝে মাঝেই আড়াল করে রাখে তাকে। তখন অপেক্ষা ছাড়া কোনও উপায় থাকে না। এজন্য অনেকে বলে থাকেন কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য কপালও লাগে। চলতি মাসের শুরুর দিকে দুই দিন কিছু সময়ের জন্য দেখা মেলে কাঞ্চজঙ্ঘার। এরপর দীর্ঘ সময় আর দেখা যায়নি। 
বাংলাদেশের মধ্যে ভালোভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় পঞ্চগড় থেকে; বিশেষ করে তেঁতুলিয়ায়। তেঁতুলিয়া উপজেলা শহরের বেশ উঁচুতে ঐতিহাসিক ডাকবাংলো থেকে সীমান্ত নদী মহানন্দার ওপর দিয়ে দেখা যায় ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা। আর পর্যটকদের কাঞ্চনজঙ্ঘা দর্শনের প্রধান আকর্ষণ এই জায়গাটি। মহানন্দার ওপারেই আমাদের প্রতিবেশি দেশ ভারতের গ্রামাঞ্চলের অবস্থাও দেখা যায় এখান থেকেই। তবে গত ২/৩ বছর থেকে পার্শ্ববর্তী ঠাকুরগাঁও জেলাসহ আরও কয়েকটি জেলা থেকেও কাঞ্চনজঙ্ঘার দেখা মিলেছিল। পর্যটকদের আবাসন সুবিধার জন্য তেঁতুলিয়া গড়ে উঠেছে বেশ কিছু আবাসিক হোটেল। কেউ কেউ আবার নিজের বাড়িতে আলাদা ঘর তুলে পর্যটকদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করছেন। গড়ে উঠেছে ইকো ট্যুরিজম। বিভিন্ন সরকারি দপ্তরের উদ্যোগেও নির্মিত হয়েছে গেস্ট হাউস। তবে এসব গেস্ট হাউসে অফিসিয়াল ছাড়া অন্য কারও থাকার সুযোগ নেই। 
এদিকে পর্যটকদের জন্য পরিস্কার-পরিচ্ছন্ন করা হয়েছে আবাসিক হোটেলগুলো। কারণ শীত মৌসুম ছাড়া অন্য মৌসুমে এখানে পর্যটকদের আনাগোনা থাকে অনেক কম। পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে উপজেলা প্রশাসন। দেশের বিভিন্ন স্থান থেকে আগত পর্যটকরা তেঁতুলিয়ায় এসে যেন কোন সমস্যার সম্মুখীন না হয় সেজন নানা উদ্যোগ নেয়া হয়েছে। আর পর্যটকদের নিরাপত্তা দিতে প্রস্তুত ট্যুরিস্ট পুলিশ।

তেঁতুলিয়া ট্যুরিস্ট পুলিশের ওসি কেএম আজমিরুজ্জামান বলেন, পর্যটকদের নিরাপত্তায় আমরা সদা প্রস্তুত রয়েছি। তেঁতুলিয়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি এমনিতেই ভার। তারপরও পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে কাজ করছে আমাদের সদস্যরা। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সঙ্গে উল্লেখযোগ্য হারে বাণিজ্য বাড়াতে চায় পাকিস্তান

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

বছরের সেরা প্রতিষ্ঠানের সম্মাননা পেলো ওয়ালটন 

পূজার ছুটিতে চলবে ৪ জোড়া বিশেষ ট্রেন

সিলেটে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ-ভাঙচুর, ডিসির কার্যালয় ঘেরাও

রিশাদের জোড়া উইকেট, ৪ উইকেট হারিয়ে দিশেহারা পাকিস্তান