নিউজ ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:২৭ রাত
রিশাদের জোড়া উইকেট, ৪ উইকেট হারিয়ে দিশেহারা পাকিস্তান

রিশাদের জোড়া উইকেট, ৪ উইকেট হারিয়ে দিশেহারা পাকিস্তান
শুরুর চাপ সামলে উঠতে না উঠতেই পাকিস্তানকে আরও বিপাকে ফেললেন রিশাদ হোসেন। পরপর দুই ওভারে টাইগার লেগ স্পিনারের জোড়া শিকারে দিশেহারা সালমান আলীর দল।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এশিয়া কাপের অঘোষিত ফাইনালে টস হেরে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে পাকিস্তান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৩৭ রান। রিশাদ ২টি, তাসকিন আহমেদ ও শেখ মেহেদী ১টি করে উইকেট তুলে নিয়েছেন। অধিনায়ক সালমানকে সঙ্গ দিতে ক্রিজে আসলেন মোহাম্মদ হ্যারিস।
আরও পড়ুনএশিয়া কাপে সুপার ফোরে দুদলের শেষ ম্যাচ। ফাইনাল নিশ্চিত করতে হলে এ জয়ের বিকল্প নেই দুদলের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে অবশ্য নিয়মিত অধিনায়ক লিটন দাসকে ছাড়াই মাঠে নামতে হয়েছে বাংলাদেশকে। ভারতের পর এ ম্যাচেও তার স্থলাভিষিক্ত হিসেবে দায়িত্ব পালন করছেন জাকের আলী অনিক। এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন তিনি।
বল হাতে শুরু থেকেই বাজিমাত করে বাংলাদেশ। শুরুতে তাসকিন আহমেদ ও শেখ মেহেদীর হাসানের হানায় চাপে পড়ে পাকিস্তান। দলের খাতায় ৫ রান যোগ করতে ২ উইকেট হারায় তারা। ৪ বলে ৪ রান করে ইনিংস শুরুর প্রথম ওভারে তাসকিনের শিকার হন সাহিবজাদা ফারহান। পরের ওভারে মেহেদীর বলে রিশাদের হাতে ক্যাচ তুলে দেন সাইম আইয়ুব (০)।
তৃতীয় উইকেটে দলের হাল ধরার চেষ্টা করেন ফখর জামান ও সালমান আলী আঘা। তবে এ জুটিকে ক্রিজ আঁকড়ে ধরতে দেননি রিশাদ। দলীয় ২৯ রানে তৃতীয় উইকেট হারায় পাকিস্তান। সপ্তম ওভারে আক্রমণে আসা রিশাদকে ছক্কা হাঁকাতে গিয়ে সীমানার কাছে ধরা পড়েন ফখর। ২১ বলে ২ চারের মারে ১৩ রানে থামেন এ ওপেনার। এক ওভার পর আক্রমণে এসে আবার হানা দেন রিশাদ। ৭ বলে ৩ রান করে তার বলে পয়েন্টে ক্যাচ তুলে দেন হুসাইন তালাত। দলীয় ৩৩ রানে চতুর্থ উইকেট হারায় পাকিস্তান।
মন্তব্য করুন