ভিডিও বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

ক্রিকেট বোর্ডের ইতিহাসে এত নোংরামি কখনও হয়নি: তামিম

আজ বৃহস্পতিবার শুনানি শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি তামিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের নির্বাচনের আগে নোংরামির মাত্রা আগের যে কোনো সময়কে ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন তামিম ইকবাল। বোর্ডের সঙ্গে জড়িত অভিজ্ঞ ও সিনিয়র ক্রিকেট সংগঠকরা তাকে এই কথা বলেছেন বলে জানিয়েছেন দেশের সাবেক অধিনায়ক।

 

বিসিবি নির্বাচনে বৃহস্পতিবার খসড়া ভোটার তালিকার আপত্তির ওপর শুনানি করা হয়। যেখানে ভোটার তালিকা থেকে বাদ পড়া ১৫ ক্লাবের একটির সহ-সভাপতি হিসেবে হাজির হন তামিম। পরে শুনানি শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি দেশসেরা এই ওপেনার। 

ঢাকা প্রিমিয়ার লিগের সবশেষ আসরের সুপার লিগে খেলা গুলশান ক্রিকেট ক্লাবকে রাখা হয়নি বিসিবি নির্বাচনের ভোটার তালিকায়। ওই ক্লাবের সহ-সভাপতি তামিম ইকবাল। এছাড়া প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ মিলিয়ে আরও ১৫টি ক্লাবকে খসড়া তালিকায় দেওয়া হয়নি ভোটাধিকার।

এই বিষয়ে শুনানিতে নির্বাচন কমিশনের সঙ্গে কী কথা হয়েছে সেটি জানান তামিম।

আরও পড়ুন

তামিম বলেন, “আমি তাদের (নির্বাচন কমিশন) একটা জিনিস বলেছি, যেহেতু এটা ক্রিকেট বোর্ডের কথা, ক্রিকেটের কথা, অনেক সময় আইনের ওপরে গিয়েও অনেক কিছু সিদ্ধান্ত নিতে হয় ক্রিকেটের ক্ষেত্রে। যেহেতু এখানে ৩০০ ক্রিকেটার এবং তাদের পরিবার জড়িত, আপনারা জিনিসটা খুব বুঝে-শুনে, যেটা সঠিক, সেভাবে করেই কথাটা বলবেন।”

তিনি আরও বলেন, “কোন ক্রিকেট ক্লাবের ঠিকানা কোন জায়গায়, এটার চেয়ে গুরুত্বপূর্ণ হওয়া উচিত যে, এই ক্রিকেট ক্লাব কি কালকে জন্ম নিয়েছে? এরা তো কালকে জন্ম নিয়ে কাউন্সিলর হয়ে আসেনি। এই ক্রিকেট ক্লাবগুলোর একটা ইতিহাস আছে, আর্থিক রেকর্ড আছে।”

এসময় তামিম অভিযোগ করেন, নির্বাচনের একটি পক্ষকে দুর্বল করার জন্যই এসব করা হচ্ছে। তাই সৎ পথে থেকে নির্বাচনটি আয়োজনের অনুরোধ করেন তিনি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সঙ্গে উল্লেখযোগ্য হারে বাণিজ্য বাড়াতে চায় পাকিস্তান

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

বছরের সেরা প্রতিষ্ঠানের সম্মাননা পেলো ওয়ালটন 

পূজার ছুটিতে চলবে ৪ জোড়া বিশেষ ট্রেন

সিলেটে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ-ভাঙচুর, ডিসির কার্যালয় ঘেরাও

রিশাদের জোড়া উইকেট, ৪ উইকেট হারিয়ে দিশেহারা পাকিস্তান