ভিডিও মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫

যুক্তরাজ্যে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৩

যুক্তরাজ্যে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৩, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের বৃহত্তম দ্বীপ আইল অব ওয়াইটে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো একজন। স্থানীয় সময় সোমবার সকালে একটি খোলা মাঠে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে পাইলটসহ চারজন আরোহী ছিলেন। 

আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। প্রতিবেদনে বলা হয়েছে, নর্থামব্রিয়া হেলিকপ্টারসের মালিকানাধীন ‘জি-ওসিএলভি’ মডেলের হেলিকপ্টারটি প্রশিক্ষণ চলাকালে বিধ্বস্ত হয়।অপারেটর নর্থামব্রিয়া হেলিকপ্টার জানিয়েছে, তাদের বিমানটি বিধ্বস্ত হওয়ার প্রায় ২০ মিনিট আগে স্যানডাউন বিমানবন্দর থেকে ছেড়ে যায়। প্রত্যক্ষদর্শী লেই গোল্ডস্মিথ আইল অব ওয়াইট কাউন্টি প্রেসকে বলেন, তিনি শ্যাঙ্কলিনের দিকে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই হেলিকপ্টারটিকে বিধ্বস্ত হতে দেখেন। তারপর এটি দৃষ্টির বাইরে চলে যায় এবং একটি বেড়ার মধ্যে পড়ে যায়।

গোল্ডস্মিথ জানান, তিনিই প্রথম ঘটনাস্থলে গিয়েছিলেন। সেখানে গিয়ে দেখেন হেলিকপ্টারে চারজন আরোহী রয়েছেন। পুলিশের একজন মুখপাত্র বলেছেন, এই মুহূর্তে লোকজনকে ওই সড়কটি এড়িয়ে চলতে বলা হয়েছে।

আরও পড়ুন

কর্মকর্তারা জানিয়েছেন যে হতাহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ এবং সহায়তা প্রদানের চেষ্টা করা হচ্ছে। এক বিবৃতিতে শ্যাঙ্কলিন টাউন কাউন্সিল জানিয়েছে, ‘শহরের উপকণ্ঠে হেলিকপ্টার দুর্ঘটনায় তারা হতবাক।’ বিবৃতিতে ঘনত্বপূর্ণ এলাকা থেকে হেলিকপ্টারটি সরিয়ে আনায় পাইলটের প্রশংসা করা হয়। খবর বিবিসির।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু নির্বাচন: রিটার্নিং অফিসারের সাথে বেয়াদবি করলে বহিষ্কার

কারাগার হচ্ছে ‘কারেকশন সার্ভিস বাংলাদেশ’

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে নারীকে কুপিয়ে হত্যা

বিচারক শ্বশুরকে নিয়ে যা জানালেন সারজিস

লিভারপুলের নাটকীয় জয়ের নায়ক ১৬ বছরের কিশোর

শাহজালালে বিদেশি নারীর লাগেজ থেকে ১৩০ কোটি টাকার কোকেন জব্দ