রাজধানীর কমলাপুর রেলস্টেশনে নারীকে কুপিয়ে হত্যা

মফস্বল ডেস্ক : রাজধানীর কমলাপুর রেলস্টেশনে শ্যামলী (৩০) নামে এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (২৬ আগস্ট) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদীন জানান, কমলাপুর রেলস্টেশনের ৭ নম্বর প্লাটফর্মের পাশে এক নারীকে এক যুবক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে বলে খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, নিহতের মুখমণ্ডল ও গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুনওসি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, সুজন নামে এক যুবকের সঙ্গে শ্যামলীর প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাদের সম্পর্কের অবনতি হয়। এর জেরে যুবকটি এই হত্যাকাণ্ড ঘটায়। ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়েছে। পুলিশের এই কর্মকর্তা বলেন, নিহত শ্যামলীর বাড়ি নাটোর এবং আটক সুজনের বাড়ি পাবনা জেলায়। তারা দুজন আলাদা দুটি সুপারশপে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন। শ্যামলী বর্তমানে আজিমপুর এলাকায় থাকতেন।
মন্তব্য করুন