ভিডিও মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫

ফরিদপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানালর বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এই আদেশ দেন।

সাজাপ্রাপ্ত আসামির নাম আশরাফুল মোল্যা। তিনি জেলার বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বিল সরাইল গ্রামের রাশেদ মোল্যার ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না। মামলার অপর এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, আসামি দাহমাশী জুট মিলস লিমিটেডের শ্রমিক কোয়ার্টার্সে বসবাস করতেন। ২০১৮ সালের ১৭ আগস্ট মিলের কোয়ার্টার্সে তাদের বসবাসে কক্ষে নিজ ব্যবহৃত ওড়না দিয়ে গলায় ফাঁস লাগা অবস্থায় স্ত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই দুজনের নাম উল্লেখ করে মধুখালী থানায় হত্যা মামলা করেন। পরে ময়নাতদন্ত রিপোর্ট থেকে জানা যায় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মামলার পর দীর্ঘ সাক্ষ্যগ্রহণ, শুনানি শেষে আদালত স্বামীকে দণ্ড দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রবানী ভুইয়া রতন জানান, স্বামী আশরাফুল মোল্যা তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন। মামলায় রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধ অভিযোগ প্রমাণ করতে পারায় আদালত এই রায় দিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোর থেকে হাঁকডাকে শুরু কাজিপুরের পাটের হাট

এবার বিপিএলে থাকছেন না শাকিব খান

বগুড়ার শেরপুরে ইসলামী ছাত্রী সংস্থার মানববন্ধন

ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

হলের স্বতন্ত্র জিএস প্রার্থীর নামে অপপ্রচারের অভিযোগ, অভিযুক্ত ডাকসু ভিপি প্রার্থী আবিদ

কক্সবাজারে শিশুকে ধর্ষণের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড