ভিডিও মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫

নাটোরে পুকুর থেকে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার

নাটোরে পুকুর থেকে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর আদম আলী (৫৫) নামে এক কৃষকের মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে ডুবুরি দল। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে রাজশাহী থেকে আসা ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার অভিযানে তার মরদেহ উদ্ধার করে। নিহত আদম আলী বড়াইগ্রাম উপজেলার ভবানীপুর উত্তরপাড়া গ্রামের মৃত নুর মোহাম্মদ পঁচার ছেলে।

নিহতের আত্মীয় মহিদুল আলম জানান, প্রায় দুই বছর আগে স্ট্রোক করার পর আদম আলীর বাঁ পা ও হাত আংশিক অক্ষম হয়ে যায়। সোমবার সকালে তিনি ধানের জমিতে কাজ করতে যাওয়া শ্রমিকদের সঙ্গে দেখা করতে বের হন। কিন্তু দীর্ঘ সময়েও জমিতে না যাওয়ায় এবং বাড়িতে না ফেরায় স্বজনেরা তাকে খুঁজতে শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর এক পর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে তার হাতের লাঠি ভেসে থাকতে দেখা যায়। পরে বনপাড়া ও দয়ারামপুর ফায়ার সার্ভিসের দুটি দল সন্ধ্যা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালালেও তার সন্ধান মেলেনি। আজ সকালে রাজশাহী ফায়ার সার্ভিসের একটি বিশেষ ডুবুরি দল এসে এক ঘণ্টার অভিযানে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

জোয়াড়ী ইউপি চেয়ারম্যান আলী আকবর জানান, সম্ভবত জমিতে যাওয়ার পথে পুকুর পাড়ে পিছলে পড়ে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে স্বজনদের ধারণা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ের আটোয়ারীতে জমিজমা সংক্রান্ত বিরোধে অবরুদ্ধ এক পরিবার

চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ: ডাকসু নির্বাচনে ৪৭১ জন প্রার্থী

পুত্রবধূকে হত্যা করান শাশুড়ি, ৪ বছর পর ভাড়াটে খুনি গ্রেপ্তার

গাইবান্ধার পলাশবাড়ীতে সাপের কামড়ে কিশোরীর মৃত্যু

রংপুরের পীরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ’ লীগ নেতাসহ ৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

নারায়ণগঞ্জে হত্যা মামলায় একজনের ফাঁসি, ২ যাবজ্জীবন