সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল দুই শ্রমিকের

মফস্বল ডেস্ক : চট্টগ্রামের পটিয়ায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে নাজু (২৭) ও তারেক (১৯) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) ইউনিয়নের আশিয়ায় দক্ষিণ আশিয়া ৩নং ওয়ার্ডের আলী আহমেদ ডিলারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজু ওই এলাকার মৌলানা নূর আহমদের বাড়ির মৃত সোলাইমানের ছেলে। আর তারেক দক্ষিণ আশিয়া চৌধুরী বাড়ির আবদুল আলিমের একমাত্র ছেলে।
স্থানীয়রা জানান, ট্যাংকের ভেতরে কাজ করার সময় শ্বাসরুদ্ধ হয়ে তারা অজ্ঞান হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুনপটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
মন্তব্য করুন