ভিডিও মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫

শাহবাগে বুয়েট শিক্ষার্থীদের অবরোধ-বন্ধ যান চলাচল

শাহবাগে বুয়েট শিক্ষার্থীদের অবরোধ-বন্ধ যান চলাচল

ঢাবি প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে হত্যার হুমকির প্রতিবাদে শাহবাগ মোড় অবরোধ করেছেন। 

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৪টার দিকে শুরু হওয়া এ অবরোধে রাজধানীর অন্যতম ব্যস্ত সড়ক অচল হয়ে পড়ে, আশপাশের এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট।

ব্লকেড অব ইঞ্জিনিয়ার্স শিরোনামের এ কর্মসূচি থেকে শিক্ষার্থীরা জানান, প্রকৌশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে দেশের অবকাঠামো খাত হুমকির মুখে পড়বে। তাই তারা এই আন্দোলনে নেমেছেন।

সোমবার (২৫ আগস্ট) রাজধানীর নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) কার্যালয়ে ডেকে বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ঊঊঊ) বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গলা কেটে হত্যার হুমকি দেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদে বুয়েটসহ দেশজুড়ে প্রকৌশল শিক্ষার্থীরা আন্দোলনের ঘোষণা দেন।

আরও পড়ুন

মঙ্গলবার দুপুর থেকেই বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক, বুটেক্স, এমআইএসটি ও অন্যান্য প্রকৌশল অনুষদ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শাহবাগে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়। একইসঙ্গে ঢাকার বাইরে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে নেসকোর আঞ্চলিক কার্যালয় ঘেরাও এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়।
শিক্ষার্থীদের তিন দফা দাবি

১. প্রকৌশলী রোকনের বিরুদ্ধে হুমকিদাতাদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি।
২. প্রকৌশল পেশার নিরাপত্তা নিশ্চিত করা।
৩. প্রকৌশল খাত সংস্কারে একটি স্বতন্ত্র কমিশন গঠন।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটের গ্রামীণ মেঠোপথের পাশে বাড়ছে গাছ কালাইয়ের চাষ

২০২৬ সালের এসএসসির সিলেবাস নিয়ে নতুন সিদ্ধান্ত

আর্জেন্টাইন প্রেমিকাকে প্রকাশ্যে আনলেন ইয়ামাল

সামিট কমিউনিকেশনের চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১৭১১

ফের ১১ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি