মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ২১

মফস্বল ডেস্ক: পাবনার ঈশ্বরদীতে শাহ ফতেহ আলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে পড়েছে। এতে অন্তত ২১ জন যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের মিরকামারী চাঁদ আলী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মীর আমিরুল ইসলাম গণমাধ্যমে জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঈশ্বরদী, রূপপুর মডার্ন ও গ্রিনসিটি ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
তিনি বলেন, “বাসের ভেতরে আটকা পড়া কয়েকজন যাত্রীকে আমরা অনেক কষ্টে উদ্ধার করেছি। মোট ২১ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে অন্তত ৪-৫ জনের অবস্থা আশঙ্কাজনক।”
পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান বলেন, “কুয়াকাটা থেকে নওগাঁ যাচ্ছিল শাহ ফতেহ আলী পরিবহনের বাসটি। পথে মিরকামারী চাঁদ আলী মোড়ে সড়কে জমে থাকা কাদা-মাটিতে চাকা পিছলে যায়। ফলে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়কের ওপর উল্টে পড়ে দুমড়ে-মুচড়ে যায়।”
আরও পড়ুনতিনি আরও বলেন, “দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আইনগত প্রক্রিয়া চলছে।”
ওসি মনোয়ারুজ্জামান আরও জানান, দুর্ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে কয়েক কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। পরে উদ্ধার অভিযান শেষে এবং দুর্ঘটনাগ্রস্ত বাসটি সরিয়ে নেয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ড্রাম ট্রাক থেকে পড়ে মহাসড়কে কাদামাটি জমে ছিল। ফলে বাসটি ওই স্থানে আসা মাত্রই নিয়ন্ত্রণ হারায়, বাসটি উল্টে যাওয়ার সময় বিকট শব্দ হয়। পরে স্থানীয়রা ছুটে গিয়ে আহতদের উদ্ধার কার্যক্রমে সহযোগিতা করে। স্থানীয়রা দ্রুত সড়কের মাটি অপসারণ ও যানবাহনের গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন