ট্রফি নিলো না ভারত , এসিসিও দিলো না

স্পোর্টস ডেস্ক: চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ১৭তম আসরের শিরোপা জিতেছে ভারত। তবে পুরস্কার বিররণী মঞ্চেই দেখা গেল দুই দেশের বৈরিতার চূড়ান্তটা। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় তারা। নাকভিও ট্রফি না দিয়ে সঙ্গে করে নিয়েই চলে গেছেন। এতেই উঠেছে আলোচনার ঝড়!
দুবাইয়ে রোববার রাতে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চ প্রস্তুত করা হলেও শুরুতে সেখানে দেখা যায়নি পাকিস্তানের ক্রিকেটারদের। প্রায় পৌনে এক ঘণ্টা পরে আসেন তারা। ভারতের ক্রিকেটাররা এই পুরোটা সময়ই একপ্রান্তে দাঁড়িয়ে ছিলেন।
লম্বা অপেক্ষার পর শুরু হওয়া পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ব্যক্তিগত পুরস্কার গ্রহণ করেন তিলক ভার্মা, কুলদিপ যাদব ও অভিষেক শর্মা। রানার্স-আপ হওয়া পাকিস্তান ক্রিকেট দলকেও দেওয়া হয় তাদের মেডেল ও ৭৫ হাজার ডলারের ডামি চেক।এরপর সঞ্চালক সাইমন ডুল বলেন, পুরস্কার নেবে না ভারতীয় দল। কারণ হিসেবে দেখানো হয়েছে যে, এসিসি ও পিসিবি প্রধানের বাইরেও নাকভির আরেক পরিচয়, তিনি পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী। তাই মঞ্চ ছেড়ে চলে যান নাকভি ও অন্যান্য অতিথিরা। নাকভির সঙ্গে চলে যায় ট্রফিও! ট্রফি না পেয়ে অদৃশ্য ট্রফি নিয়ে নিজেদের মতো করে উদযাপন করেন ভারতের ক্রিকেটাররা।
এ বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি দেবজিত সাইকিয়া বলেন, ‘আমরা এসিসি চেয়ারম্যানের কাছ থেকে এশিয়া কাপ ট্রফিটি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে এর অর্থ এই নয় যে ভদ্রলোক পদকসহ তার সাথে ট্রফিটি নিয়ে যাবেন। আমরা আশা করি যে ট্রফি এবং পদকগুলি যত তাড়াতাড়ি সম্ভব ভারতে ফিরে আসবে।’
নাকভি ট্রফি সঙ্গে করে নিয়ে যাওয়ায় হুশিয়ারও করে রাখলেন দেবজিত, ‘নভেম্বরে দুবাইতে একটি আইসিসি সভা রয়েছে। পরবর্তী সভায় আমরা এসিসি সভাপতির বিরুদ্ধে অবশ্যই শক্ত পদক্ষেপ নেওয়ার আহবান জানাব এবং প্রতিবাদ শুরু করতে যাচ্ছি।’
আরও পড়ুনএদিকে ট্রফি না পেয়ে খানিকটা হতাশ ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি ক্রিকেট খেলা বা ক্রিকেট দেখার শুরুর পর থেকে এবারই প্রথম দেখলাম যে, একটা চ্যাম্পিয়ন দলকে কোনো ট্রফি দেওয়া হলো না। সেটিও এমন এক চ্যাম্পিয়নশিপ, যা খুব কষ্ট করে জিতেছি। এমন না যে সহজে জিতে গেছি।’
‘আমার মতে, আমাদের এটি প্রাপ্য ছিল। আমি এর চেয়ে বেশি কিছু বলতে পারব না। আমার মনে হয়, আমি ভালোভাবে পুরোটা বলেছি। আর ট্রফির কথা বললে, ড্রেসিং রুমে আমার ১৪ ক্রিকেটার ও সাপোর্ট স্টাফই আসল ট্রফি। যারা এই যাত্রার শুরু থেকে দুর্দান্ত ছিল। তারাই আসল ট্রফি।’- আরও যোগ করেন তিনি।
এর আগে গ্রুপ পর্বে এবং সুপার ফোর পর্বেও পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলায়নি ভারত। যে ঘটনা নাড়িয়ে দেয় ক্রিকেট বিশ্বকে। ফাইনালে দেখা গেল আরও একহাত বেশি নাটকীয়তা। বাকিটা সময়ের হাতেই থাকল।
মন্তব্য করুন