রাশিয়া থেকে এলো সাড়ে ৫২ হাজার মেট্রিকটন গম

রাশিয়া থেকে আমদানি করা সাড়ে ৫২ হাজার মেট্রিকটন গম নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর কুতুবদিয়ায় এসে পৌঁছেছে এমভি পার্থ নামে একটি জাহাজ।
আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইতোমধ্যে গমের নমুনা পরীক্ষা শেষ হয়েছে। শিগগিরই গম খালাস করা হবে।
আরও পড়ুন৫২ হাজার ৫০০ মেট্রিক টনের মধ্যে ৩১ হাজার ৫০০ মেট্রিক টন চট্টগ্রামে এবং ২১ হাজার মেট্রিক টন গম মোংলা বন্দরে খালাস করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মন্তব্য করুন