সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন মারা গেছেন

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন আর নেই। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
২০১৯ সালে প্রথমবার এবং ২০২৪ সালে দ্বিতীয় দফায় শিল্পমন্ত্রীর দায়িত্ব পান নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নরসিংদীতে হত্যা, আক্রমণ ও ভাঙচুর মামলায় গ্রেফতারের পর থেকেই কারাগারে ছিলেন তিনি।
অসুস্থ অবস্থায় রোববার তাকে কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
আরও পড়ুনউল্লেখ্য, ১৯৮৬ সালে অনুষ্ঠিত তৃতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নরসিংদী-৪ আসন থেকে জিতে এমপি হন নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এরপর ২০০৮ সালের নবম থেকে সবশেষ ২০২৪ সালে অনুষ্ঠেয় দ্বাদশ সংসদ নির্বাচনে টানা চারবার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
মন্তব্য করুন