শহরাঞ্চলের যুবদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং জলবায়ু সংবেদনশীল চ্যালেঞ্জ নিয়ে কর্মশালা
_original_1759132267.jpg)
রাজধানী ঢাকার শহরাঞ্চল, যেখানে দ্রুত নগরায়ন ও পরিবেশগত চাপ বেড়েই চলেছে, তরুণদের যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবায় প্রবেশাধিক্যে বিভিন্ন চ্যালেঞ্জ তৈরি করছে। এসব প্রেক্ষাপটে সিরাক-বাংলাদেশ ঢাকায় এক দিনব্যাপী যুব কর্মশালার আয়োজন করে। কর্মশালায় ঢাকার বিভিন্ন প্রান্তিক ও বিপন্ন এলাকায় বসবাসরত ৩০ জন তরুণ প্রতিনিধি অংশগ্রহণ করেন। তারা জানান, দূরত্ব, যানজট, স্বাস্থ্যসেবা সংক্রান্ত সীমিত জ্ঞানের পাশাপাশি দারিদ্র্য ও নগরায়নের কারণে প্রয়োজনীয় যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে তারা অনেক সময় বাধার সম্মুখীন হন।
সুইডিশ উন্নয়ন সহযোগিতা সংস্থা সিডার অর্থায়ন এবং ইউএনএফপিএ বাংলাদেশ এর সহায়তায় সিরাক-বাংলাদেশ এই কর্মশালার আয়োজন করে। এর মূল উদ্দেশ্য ছিল নগরাঞ্চলের যুবদের অভিজ্ঞতা নীতিনির্ধারণে প্রতিফলিত করা এবং কার্যকর নীতি প্রণয়নের জন্য সুপারিশ সংগ্রহ করা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিরাক-বাংলাদেশ এর উপপরিচালক (প্রোগ্রাম) মো: সেলিম মিয়া। প্রকল্পের ওভারভিউ শেয়ার করেন শাহিনা ইয়াসমিন, প্রোগ্রাম লীড, সিরাক-বাংলাদেশ। সভাপতিত্ব করেন ঢাকা জেলা পরিবার পরিকল্পনা অফিস এর উপপরিচালক মো: আব্দুল বাতেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সিভিল সার্জন অফিস এর ডেপুটি সিভিল সার্জন ডা: সরকার ফারহানা কবীর, মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা উপপরিচালক নাজনীন আখতার এবং পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক জেসমিন আক্তার।
আরও পড়ুন
ঢাকা জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মো: আব্দুল বাতেন বলেন, তরুণদের যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা গ্রহণে কোনো ধরনের বাধা থাকা উচিত নয়। যারা সেবা গ্রহণে সমস্যার মুখোমুখি হচ্ছে, তাদের অভিজ্ঞতা আমাদের কাছে পৌঁছানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সর্বোচ্চ সম্ভব সহায়তা প্রদান করব এবং তরুণদের মতামতকে ভিত্তি করে নীতি প্রণয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।
কর্মশালায় তরুণরা কাঠামোবদ্ধ প্রশ্নপত্র ও দলীয় আলোচনার মাধ্যমে মতামত প্রদান করেন। বিশেষজ্ঞরা সেই অভিজ্ঞতা থেকে প্রাসঙ্গিক নীতিগত সুপারিশ তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাক-বাংলাদেশ এর ফাইন্যান্স এন্ড এডমিন কো-অর্ডিনেটর মো: ওমর ফারুক খান, এডভোকেসি স্পেশালিস্ট মিজানুর রহমান আকন্দ, ইনোভেশন অ্যান্ড ইয়ুথ স্পেশালিস্ট মো. নাজমুল হাসান, মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন অফিসার রুহিয়াত তাসনিম, কমিউনিকেশন অফিসার এনামুল হক রনি এবং ইর্ন্টান আনিকা তাবাস্সুম।
মন্তব্য করুন