ভিডিও শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

মাসুমা রহমান নাবিলা ও ভিট বাংলাদেশ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

জনপ্রিয় অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা ও ভিট বাংলাদেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি রাজধানীর গুলশান-১ এ অবস্থিত রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসি এর প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর কার্যক্রম অনুষ্ঠিত হয়। ভিট, ডেপিলেশান ক্যাটাগরি লিডার হিসেবে বিগত ২৫ বছরেরও বেশি সময় ধরে কাজ করে যাচ্ছে। বাংলাদেশে স্কিন হাইজিন সচেতনতা বৃদ্ধিতে ও ব্যবসার প্রসার ঘটাতে ভিট বাংলাদেশ এর সকল কার্যক্রমের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেকিট বেনকিজার-এর ম্যানেজিং ডিরেক্টর ভিশাল গুপ্তা, সিনিয়র মার্কেটিং ম্যানেজার সালাহউদ্দিন আহমেদ, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার নিশাত তামান্না মৌ এবং উপস্থিত ছিলেন মাসুমা রহমান নাবিলা ও রেকিটের উর্দ্ধতন কর্মকর্তারা। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মাসুমা রহমান নাবিলা বলেন, “বিশ্বের অন্যতম বিশ্বস্ত ও জনপ্রিয় ব্র্যান্ডের সাথে কাজ করতে পারাটা বেশ সৌভাগ্যের। ভিট ২৫ বছরেও বেশী সময় ধরে বাংলাদেশের হাজারো নারীদের আত্মবিশ্বাসী হওয়ার এবং এগিয়ে যাওয়ার জন্য যে কাজ করে যাচ্ছে, তা সত্যিই প্রশংসানীও। এই মহৎ উদ্যোগে আমি ভিট -এর সঙ্গী হতে পেরে অনেক আনন্দিত”।  

আরও পড়ুন

অনুষ্ঠানে রেকিটের সিনিয়র মার্কেটিং ম্যানেজার সালাহউদ্দিন আহমেদ বলেন, “আমাদের এই পথচলায় নাবিলাকে পেয়ে আমরা আনন্দিত। ভিট বাংলাদেশে ব্যবসা পরিচালনার পাশাপাশি সফলতার সহিত সমাজের জন্য ইতিবাচক কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি ভিট অ্যাম্বাসেডরের সাথে এই কাজের পরিধি আমরা আরও বিস্তৃত করতে পারবো।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটকের পর গণপিটুনি ও ছুরিকাঘাত

শ্রীপুরে রিসোর্টে আটকে মডেলকে গণধর্ষণ মামলায় আটক ১৪

ইসরায়েলকে নিষিদ্ধ করতে ফিফা-উয়েফার কাছে চিঠি তুরস্কের

নতুন পরিচয়ে চলচ্চিত্রে ফিরছেন পপি

সিরাজগঞ্জে কুকুরে কামড়ানো গরুর মাংস বিক্রির দায়ে কসাইয়ের কারাদণ্ড

মাদারীপুরে ৯ বস্তা গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার