ভিডিও সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

সোসিয়েদাদকে হারিয়ে টেবিলের শীর্ষে বার্সা

সোসিয়েদাদকে হারিয়ে টেবিলের শীর্ষে বার্সা, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : অবশেষে মৌসুমে প্রথমবারের মত স্প্যানিশ লা লিগার শীর্ষে উঠে এলো বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। ঘরের মাঠে শুরুতে গোল হজম করে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করে রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের শিষ্যরা।

ম্যাচের ৩১তম মিনিটে পিছিযে পড়ে বার্সেলোনা। আন্দের বারেনেচিয়ার ক্রস থেকে আলভারো ওদ্রিওজোলার গোলে এগিয়ে যায় রিয়াল সোসিয়েদাদ। তবে বিরতির আগ মুহূর্তে মার্কাস রাশফোর্ডের কর্নার থেকে ভেসে আসা বলে হেড করে হুলেস কুন্দে সমতায় ফেরান বার্সাকে। দ্বিতীয়ার্ধে নামেন মাঠে নামেন কিশোর প্রতিভা লামিনে ইয়ামাল। ইনজুরির শঙ্কা থাকায় তাকে একাদশে রাখেননি কোচ ফ্লিক। মাঠে নামার কয়েক সেকেন্ডের মধ্যেই দুর্দান্ত ক্রসে রবার্ট লেওয়ানডস্কিকে গোল উপহার দেন তিনি। ম্যাচের শেষদিকে রাশফোর্ড, দানি ওলমো এবং লেওয়ানডস্কি আরও কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও সোসিয়েদাদের গোলরক্ষক আলেক্স রেমিরো একের পর এক সেভ করে দলকে ম্যাচে ধরে রেখেছিলেন।

তবে, দুর্ভাগ্য সোসিয়েদাদের। ৮০তম মিনিটে তাকেফুসা কুবোর শট বারপোস্টে লেগে ফিরে আসা সমতায় ফিরতে পারেনি তারা। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা এবং লা লিগার শীর্ষে উঠে আসে।

আরও পড়ুন

শনিবার মাদ্রিদ ডার্বিতে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ৫-২ গোলে হেরে যায় রিয়াল মাদ্রিদ। ফলে সুযোগটি দারুণভাবে কাজে লাগিয়ে এক পয়েন্টের ব্যবধানে শীর্ষে উঠে আসে কাতালান ক্লাবটি। ৭ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ১৯, রিয়াল মাদ্রিদের পয়েন্ট ১৮। ৭ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে রিয়াল সোসিয়েদাদ রয়েছে টেবিলের ১৭তম স্থানে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিয়েভে রাতভর রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৪

অবশেষে রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল শুরু

পিআরের দাবি বিএনপিকে ঠেকানোর কৌশল : মেজর হাফিজ

নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ

সাকিবের পোস্টে কড়া জবাব সারজিসের

যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ইরান : পেজেশকিয়ান