বরগুনায় জেলা শ্রমিক লীগের সভাপতি আটক

নিউজ ডেস্ক: বরগুনা সদরের লাকুরতলা এলাকা থেকে জেলা শ্রমিক লীগের সভাপতি আ. হালিম মোল্লাকে ৯টি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হালিম মোল্লা বরগুনা পৌর শহরের দক্ষিণ বরগুনা এলাকার মোশারফ মোল্লার ছেলে।
হালিম মোল্লা বরগুনা থানায় গত ৪ ফেব্রুয়ারি দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে দুইটি চাঁদাবাজি, একটি বিস্ফোরক, মাদক আইনে একটি এবং বিভিন্ন ধারায় চারটিসহ মোট ৯টি মামলা রয়েছে।
আরও পড়ুনগত বছরের ৫ আগস্টের পর চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার হন হালিম মোল্লা। আদালত থেকে জামিন পাওয়ার পর তিনি লিফলেট বিতরণ, শেখ হাসিনার নামে ঈদ উপহার বিতরণসহ নানা কর্মসূচি চালাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।
বরগুনা থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, “লাকুরতলা এলাকা থেকে বরগুনা জেলা শ্রমিক লীগের সভাপতি আ. হালিম মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। ৯টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ রবিবার তাকে আদালতে পাঠানো হয়। বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”
মন্তব্য করুন