বগুড়া শহরে মুখোশধারী ছিনতাইকারীদের কবলে ব্যবসায়ী

স্টাফ রিপোর্টার: বগুড়া শহরে মুখোশধারী ছিনতাইকারীরা তৌফিকুর রহমান (২০) নামে এক ব্যবসায়ীকে উপর্যুপরী ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নিয়ে গেছে। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, আহত তৌফিকুর রহমান শহরের কাটনারপাড়ার আব্দুর রহমানের ছেলে। তৌফিকুরের বাবা আব্দুর রহমান বলেন, তার ছেলে শহরের স্টেশন রোডে হকার্স মার্কেটের একজন ব্যবসায়ী। মঙ্গলবার রাত ১০ টার দিকে তার ছেলে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল। এ সময় শহরের ১ নম্বর রেল ঘুমটির কাছে সে কাপড়ে মুখবাধা তিনজন ছিনতাইকারীর কবলে পড়ে।
তখন ছিনতাইকারীর রেল ঘুমটি থেকে পাশেই রেল লাইনের ওপর নিয়ে তাকে উপর্যুপরীভাবে বুকে, পেটে ও উরুতে ছুরিকাঘাত করে তিন হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে লোকজন তাকে উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করে দেয়।
আরও পড়ুনএ ব্যাপারে সদর থানার ওসি হাসান বাসির বলেন, এ ঘটনায় আজ বুধবার (১৫ অক্টোবর) পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন