ভিডিও বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

বগুড়া শহরে মুখোশধারী ছিনতাইকারীদের কবলে ব্যবসায়ী

বগুড়া শহরে মুখোশধারী ছিনতাইকারীদের কবলে ব্যবসায়ী। Ai তৈরিকৃত প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার: বগুড়া শহরে মুখোশধারী ছিনতাইকারীরা তৌফিকুর রহমান (২০) নামে এক ব্যবসায়ীকে উপর্যুপরী ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নিয়ে গেছে। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, আহত তৌফিকুর রহমান শহরের কাটনারপাড়ার আব্দুর রহমানের ছেলে। তৌফিকুরের বাবা আব্দুর রহমান বলেন, তার ছেলে শহরের স্টেশন রোডে হকার্স মার্কেটের একজন ব্যবসায়ী। মঙ্গলবার রাত ১০ টার দিকে তার ছেলে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল। এ সময় শহরের ১ নম্বর রেল ঘুমটির কাছে সে কাপড়ে মুখবাধা তিনজন ছিনতাইকারীর কবলে পড়ে।

তখন ছিনতাইকারীর রেল ঘুমটি থেকে পাশেই রেল লাইনের ওপর নিয়ে তাকে উপর্যুপরীভাবে বুকে, পেটে ও উরুতে ছুরিকাঘাত করে তিন হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে লোকজন তাকে উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করে দেয়।

আরও পড়ুন

এ ব্যাপারে সদর থানার ওসি হাসান বাসির বলেন, এ ঘটনায় আজ বুধবার (১৫ অক্টোবর) পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদে স্বাক্ষর করব, তবে ‘নোট অব ডিসেন্ট’ উল্লেখ থাকতে হবে: সালাহউদ্দিন

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- আব্দুল মহিত তালুকদার

চাঁপাইনবাবগঞ্জে টানা তিন দিনে পদ্মা নদী থেকে ধরা ৬৭ কেজি ইলিশ জব্দ

মিথ্যা ধ্বংস ডেকে আনে

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে ২ কোটি মানুষের জীবনমান পরিবর্তন হবে : করতোয়াকে আসাদুল হাবিব দুলু

বগুড়ার শেরপুরে টাকা ফেরতের কথা বলে ডেকে নিয়ে যুবককে ছুরিকাঘাত