ভিডিও রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে যুদ্ধের স্থান নেই: পাক সেনাপ্রধান

পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে যুদ্ধের স্থান নেই: পাক সেনাপ্রধান, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ভারতকে সতর্ক করে বলেছেন, পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে ‘যুদ্ধের কোনো স্থান নেই’। শনিবার পাকিস্তান মিলিটারি একাডেমিতে দেয়া বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী তার মাতৃভূমির প্রতিটি ইঞ্চি রক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

 শনিবার দীর্ঘমেয়াদি কোর্স, ৩৭তম টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্স, ৭১তম ইন্টিগ্রেটেড কোর্স এবং ২৬তম লেডি ক্যাডেট কোর্সের ক্যাডেটদের পাসিং-আউট কুচকাওয়াজে বক্তব্য দেনে পাকিস্তানি সেনাপ্রধান। তিনি বলেন, ‘জাতির পূর্ণ সমর্থন নিয়ে সেনাবাহিনী দেশের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।’কুচকাওয়াজ চলাকালীন তিনি বিশিষ্ট ক্যাডেটদের পুরষ্কার প্রদান করেন। ইরাক, ফিলিস্তিন, কাতার, মালি, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ইয়েমেন, বাংলাদেশ এবং নাইজেরিয়াসহ বেশ কয়েকটি দেশের ৪০ জন ক্যাডেট পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।সেনাপ্রধান বলেন, ‘আমি জাতিকে আশ্বস্ত করছি যে, আল্লাহর ইচ্ছায়, আমরা এই ভূমির এক ইঞ্চিও শত্রুদের দখলে নিতে দেব না।’

সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার কথা উল্লেখ করে ফিল্ড মার্শাল মুনির বলেন, ‘পারমাণবিক পরিবেশে যুদ্ধের কোনো স্থান নেই। তিনি ভারতকে সতর্ক করে দিয়ে বলেন, নয়াদিল্লির আগ্রাসন এই অঞ্চলকে অস্থিতিশীল করার ঝুঁকিতে ফেলেছে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, ‘শত্রুপক্ষ ফিতনা আল-হিন্দুস্তান ও ফিতনা আল-খাওয়ারিজকে ‘ভাড়াটে’ হিসেবে ব্যবহার করছে।’ এসময় তিনি আফগানিস্তানের জনগণকে সহিংসতার পরিবর্তে পারস্পারিক শান্তি ও নিরাপত্তা বেছে নেওয়ার আহ্বান জানান। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে যুদ্ধের স্থান নেই: পাক সেনাপ্রধান

আন্দোলনরতদের নিয়ে আজ যুগপৎ কর্মসূচি ঘোষণা করবে জামায়াত

পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে যুদ্ধবিরতি সই

কার্গো ভিলেজে আগুন: ক্ষয়ক্ষতি নিরূপণে ৫ সদস্যের কমিটি গঠন

ইসি শুধু আইনের কাছে জবাবদিহি করবে, দলের কাছে নয়

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি