আন্দোলনরতদের নিয়ে আজ যুগপৎ কর্মসূচি ঘোষণা করবে জামায়াত

জামায়াতে ইসলামী সহ সমমনা দলগুলো বিভিন্ন দাবিতে দুই দফায় অভিন্ন কর্মসূচি পালনের পর এবার যুগপৎভাবে আন্দোলনে নামছে । নতুন কর্মসূচি ঘোষণা উপলক্ষ্যে রোববার দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত। এতে ইসলামী আন্দোলনসহ অন্য দলগুলো থাকবে বলে জানা গেছে।
এর আগে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানসহ বিভিন্ন দাবিতে দুই দফায় আলাদাভাবে ঘোষণা দিয়ে অভিন্ন নানা কর্মসূচি পালন করে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিশ, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা। তবে এবার একমঞ্চ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।এ বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এবং আন্দোলনরত দলগুলোর মিডিয়া সমন্বয়ক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমে জানান, রোববার বেলা আড়াইটায় জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় আকরাম খাঁ হলে ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের ওপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজনসহ ৫-দফা গণদাবি’ আদায়ের লক্ষ্যে আন্দোলনরত দলসমূহের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
আরও পড়ুনএকই ধরণের তথ্য দিয়ে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ সাংবাদিককে জানান, পিআরসহ ৬ দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের কর্মসূচি ও কৌশলগত অবস্থান তুলে ধরতে রোববার বেলা আড়াইটায় যৌথ প্রেস ব্রিফিং করবে যুগপৎ আন্দোলনরত দলসমূহের শীর্ষ নেতারা।
মন্তব্য করুন