রাজশাহীর বাঘা সীমান্তে মূর্তি উদ্ধার

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর বাঘা উপজেলা সীমান্ত থেকে ১৫৬ কেজি ওজনের কষ্টি পাথরের একটি মূর্তি উদ্ধার করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার রাত ৯টায় সীমান্তের শূন্য রেখা থেকে ৮ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার পাকুরিয়া নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মূর্তিটি উদ্ধার করে বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের দল।
আজ বুধবার (৮ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছেন, বিজিবির ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট সহকারী পরিচালক সোহাগ মিলনের নেতৃত্বে উদ্ধার হওয়া কষ্টি পাথরের মূর্তিটির ওজন ১৫৬ কেজি। দূর্লভ কষ্টি পাথরের মূর্তির দাম প্রায় ১ কোটি ৫৬ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আরও পড়ুনমন্তব্য করুন