খোলা হচ্ছে কন্ট্রোল রুম
বগুড়ায় প্রায় সাড়ে ৯ লাখ শিশু টাইফয়েডের টিকা পাবে

স্টাফ রিপোর্টার : আগামী ১২ অক্টোবর থেকে প্রথম বারেরমত শিশুদের টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে। জেলায় ৯ মাস থেকে ১৫ বছর বয়স পর্যন্ত ৯ লাখ ৪৮ হাজারের বেশি শিশুকে টাইফয়েডের টিকা প্রদান করবে জেলার স্বাস্থ্য বিভাগ।
আজ বুধবার (৮ অক্টোবর) বিকেলে বগুড়ার সিভিল সার্জনের সেমিনার কক্ষে সিভিল সার্জন ডা. খুরশিদ আলমের সভাপতিত্বে জেলা পর্যায়ের গণমাধ্যমকর্মীদের সাথে প্রেস ব্রিফিংকালে এসব তথ্য জানানো হয়। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. তারিক মো. রেজা। বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. এসএম নূর এ সাদদীদ, বগুড়া প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি রাহাত রিটু, প্রেস ক্লাবের সাবেক সদস্য সচিব সবুর শাহ লোটাস।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সারাদেশে ৫ কোটি শিশুকে টাইফয়েডের টিকার আওতায় নিয়ে আসা হবে। আগামী ১২ অক্টোবর থেকে জেলার ১২টি উপজেলা ও পৌর এলাকায় শিশুদের টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের বিনামূল্যে এক ডোজ টাইফয়েডের টিকা দেওয়া হবে।
তবে কোন শিশুর চলমান জ্বর থাকলে শিশুটি সম্পূর্ণ জ্বর ভালো না হওয়া পর্যন্ত টিকা দেওয়া হবে না। ১৫ বছরের বেশি বয়স অথচ নবম শ্রেণিতে পরে তারাও এই টিকার আওতায় আসবে। তবে তাদেরকে একটি ই-মেইল করতে হবে।
আরও পড়ুনবক্তারা বলেন, টিকাদান ক্যাম্পেইন সফল করতে সঠিক তথ্য প্রচার ও গুজব প্রতিরোধে সবাইকে সতর্ক করা এবং সংবাদ মাধ্যমে যাতে গুজব ছড়িয়ে না পড়ে সেদিকে সংবাদকর্মীদের সচেতন করতেই এই পরামর্শ সভার আয়োজন করা হয়েছে। তারা আরও জানান, টাইফয়েডের টিকা নিরাপদ ও কার্যকর।
পার্শ্ববর্তী দেশগুলোতে এ টিকা প্রদান সম্পন্ন হলেও কোনো বিরূপ প্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। সভায় সাংবাদিকদের পক্ষ থেকে টিকা চলাকালে সিভিল সার্জনের কার্যালয়ে একটি কন্ট্রোল রুম খোলার আহবান জানানো হয়। যেখান থেকে সংবাদকর্মীরা তাৎক্ষণিক তথ্য পাবেন।
মন্তব্য করুন