খালিশপুরে সবুজ হত্যায় ব্যবহৃত অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

খুলনার খালিশপুরে ক্ষমতার বহিঃপ্রকাশ ও পারিবারিক কলহের জেরে খুন হন ব্যবসায়ী সবুজ খান। হত্যায় ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্রসহ তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার রাশেদুল ইসলাম এ তথ্য জানান।
পুলিশ কমিশনার রাশেদুল ইসলাম বলেন, ক্ষমতার বহিঃপ্রকাশ ও পারিবারিক কলহের জেরে সবুজ খানকে হত্যা করা হয়। তথ্য-প্রযুক্তির সহায়তায় গতকাল বুধবার (১৫ অক্টোবর) রাতে খুলনার রূপসা ও তেরখাদা উপজেলায় অভিযান চালিয়ে কালাম, সাগর ও সুজনকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুনপুলিশ কমিশনার রাশেদুল ইসলাম আরও জানান, বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারদের দেয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা ও হাঁসুয়া দা উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, গত ৯ অক্টোবর খালিশপুরের হাউজিং বাজার এলাকা থেকে বাড়ি ফেরার পথে সবুজ খানকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত চারজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মন্তব্য করুন