ভিডিও শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ৩১ আশ্বিন ১৪৩২

বগুড়ার নন্দীগ্রামে পাঁচটি ক্লিনিক এন্ড  ডায়াগনস্টিক সেন্টারকে লাখ টাকা জরিমানা 

বগুড়ার নন্দীগ্রামে পাঁচটি ক্লিনিক এন্ড  ডায়াগনস্টিক সেন্টারকে লাখ টাকা জরিমানা 

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধ : বগুড়ার নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচটি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে। সার্বক্ষণিক আবাসিক ডাক্তার না থাকা, পর্যাপ্ত ডিপ্লোমা নার্সের অভাব, অপরিচ্ছন্ন পরিবেশ এবং কয়েকটি প্রতিষ্ঠানে অনুমোদন নবায়ন না করার অভিযোগে এই জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকারের নেতৃত্বে নন্দীগ্রাম পৌরসভার উপজেলা রোড ও বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে অপরিচ্ছন্ন পরিবেশ, সার্বক্ষণিক আবাসিক ডাক্তার না থাকা ও পর্যাপ্ত ডিপ্লোমা নার্স না থাকার অপরাধে উপজেলা রোডের হেলথ কেয়ার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা, একই অপরাধে বাসস্ট্যান্ড এলাকায় ফাতেমা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা, আল আকসা স্মার্ট ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা, নিউ মডেল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা এবং সেবা হসপিটালকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল মাহমুদ লিটন। এতে পুুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

আরও পড়ুন

সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, নিয়মিত এই ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে সব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মানসম্মত সেবা প্রদান করতে পারে এবং রোগীরা নিরাপদভাবে চিকিৎসা গ্রহণ করতে পারেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরে জনসম্মুখে ছাত্রীর সাথে শিক্ষকের অশোভন আচরণ

পাসের হারে এগিয়ে মাদ্রাসা বোর্ড  জিপিএ ৫ পেয়েছেন ৪,২৬৮ জন

বগুড়ার নন্দীগ্রামে পাঁচটি ক্লিনিক এন্ড  ডায়াগনস্টিক সেন্টারকে লাখ টাকা জরিমানা 

এইচএসসিতে বগুড়ার যেসব প্রতিষ্ঠান ভালো করেছে

অতীতের চেয়ে বেশি ভোটে বগুড়ার  সবগুলো আসনে বিএনপি’র প্রার্থীরা নির্বাচিত হবেন

বগুড়ার সবজির বাজারে স্বস্তি উধাও