ভিডিও বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৩ অক্টোবর, ২০২৫, ০৭:১৩ বিকাল

স্বর্ণার জোড়া রেকর্ডে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ

স্বর্ণার জোড়া রেকর্ডে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ

নারী ওয়ানডে বিশ্বকাপের চলতি আসরে ব্যাটিং ব্যর্থতায় জর্জরিত ছিল বাংলাদেশ নারী দল। একের পর এক ম্যাচে রান না পাওয়ায় সমালোচনার মুখে পড়েছিল টাইগ্রেসদের টপ অর্ডার। তবে অবশেষে ব্যাট হাতে ঘুরে দাঁড়িয়েছে নিগার সুলতানারা। টপ অর্ডারের স্থিতিশীল সূচনার পর স্বর্ণা আক্তারের ঝোড়ো ফিফটিতে রেকর্ড গড়া সংগ্রহ পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

নারী ওয়ানডে বিশ্বকাপে আজ বিশাখাপাত্নামে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করেছে ২৩২ রান। দলের হয়ে ফিফটি হাঁকান শারমিন ও স্বর্ণা। ৬ চারে ৭৪ বলে শারমিন ফিফটি তুলেন। আর স্বর্ণার লাগে ৩৪ বল। তার ইনিংসে ছিল ৩ চার ও ৩ ছক্কা। বাংলাদেশি কোনো ব্যাটার হিসেবে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ডও গড়েন তিনি। একইসঙ্গে প্রথম বাংলাদেশি হিসেবে কোনো ইনিংসে ৩ ছক্কা মারার রেকর্ডও গড়েন এই ব্যাটার।

আগে ব্যাট করতে নামা বাংলাদেশের শুরুটা হয় ধীরগতির। উদ্বোধনী জুটিতে ৯৭ বলে ৫৩ রান যোগ করেন ফারজানা ও ঝিলিক। সপ্তদশ ওভারে ঝিলিককে ২৫ রানে বিদায় করে এই জুটি ভাঙেন ট্রায়ন। বেশিক্ষণ টেকেননি ফারজানাও। ৭৬ বলে ৩০ রান করেন তিনি। তিনে নেমে থিতু হন শারমিন। তাকে সঙ্গ দেন জ্যোতি। ৯১ বলে দুজনে গড়েন ৭৭ রানের জুটি।  

আরও পড়ুন

এমলাবার স্লোয়ার ক্যাচ তুলে দিয়ে জ্যোতি ৩২ রানে বিদায় নিলে ভাঙে এই জুটি। কিছুক্ষণ পর ফিরে যান শারমিনও। ৭৭ বলে ৫০ রান করেন তিনি। শেষদিকে তাণ্ডব চালান স্বর্ণা। তাকে সঙ্গ দিতে এসে ৮ বলে ৯ রান করে সোবহানা মোস্তারি। ৩৫ বলে ৫১ রানে অপরাজিত থাকেন স্বর্ণা। ৮ বলে ১৯ রানের ক্যামিও ইনিংস খেলেন রিতু মনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাতনিকে বিয়ে না করার পরামর্শ দিলেন জয়া বচ্চন

হাসপাতালে খালেদা জিয়াকে দেখে যা জানালেন কনকচাঁপা

সীমান্তে হত্যার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল

পাকিস্তানের কাছে ১৩ রানে হারল বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের জার্সি উন্মোচন

বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে থাকছে চমকপ্রদ আয়োজন