ভিডিও সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

বগুড়ার শিবগঞ্জে ধান ক্ষেতে ইঁদুরের উৎপাতে দিশেহারা কৃষক

বগুড়ার শিবগঞ্জে ধান ক্ষেতে ইঁদুরের উৎপাতে দিশেহারা কৃষক

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: শিবগঞ্জে আমন ধানের জমিতে ইঁদুরের আক্রমণ দেখা দেওয়ায় দিশেহারা হয়ে পড়েছে কৃষক। ক্ষেতের কাঁচা সবুজ ধানগাছ কেটে সাবাড় করে দিচ্ছে ইঁদুর। কয়েকদিনের টানা বৃষ্টিপাতে আক্রমন বেড়েছে কয়েকগুন।

ওইসব জমিতে ইঁদুর দমনে নানা কৌশল অবলম্বন করেও তেমন উপকার পাচ্ছেন না কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে আমনের বাম্পার ফলনের সম্ভাবনা থাকলেও কৃষকের স্বপ্নে কাঁটা হয়ে দাঁড়িয়েছে ইঁদুর, ফলে মাথায় হাত পড়েছে কৃষকের।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এ উপজেলায় ২০ হাজার ১৭০ হেক্টর জমিতে আমন ধান রোপণ করা হয়েছে। ইঁদুরের আক্রমন রোধে স্থানীয় পদ্ধতিতে কাজ না হলে কীটনাশক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন তারা।

সরেজমিনে পৌর এলাকার বন্তেঘরী, কলুমগাড়ী, মীরেরচক, সুলতানপুর, শিবগঞ্জ ইউনিয়নের গুজিয়া, জুড়ি, মেদিনীপাড়া, ময়দানহাট্টা ইউনিয়নের বাকসন, ময়দানহাট্টা, দাড়িদহসহ বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে আমন ধানের ক্ষেতগুলো কেউ যেন ধারালো কাঁচি দিয়ে কেটে দিয়েছে। ইঁদুরের কবল থেকে ধান ক্ষেত রক্ষা করতে ক্ষেতের মধ্যে বাঁশের কঞ্চি গেড়ে এতে পলেথিন টাঙিয়ে দিয়েছে কৃষকরা। ক্ষেতের চারপাশে বিষ মাখা টোপ ও ইঁদুর মারার ফাঁদ তৈরী করে রেখেছে কিন্তু তাতেও কাজ হচ্ছে না। সনাতন পদ্ধতিতে বাঁশের তৈরী ইঁদুর মারার ফাঁদ তৈরী করে ফসল রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছে কৃষক।

আরও পড়ুন

পৌর এলাকার মীরেরচক মহল্লার কৃষক আলম ফকির বলেন, 'এ সময় ক্ষেতের কাঁচা ধানে ইঁদুরের আক্রমণে আমাদের স্বপ্নভঙ্গ হতে চলেছে। কাঁচা ধানের গাছ ইঁদুর কেটে দেওয়ায় নতুন করে চিন্তায় পড়েছেন তারা'। আব্দুল মতিনি জানান, কয়েকদিন ধরে ইঁদুর মারাত্মকভাবে ধান কাটা শুরু করেছে।তার ২০ কাঠা জমির বেশির ভাগ ধান গাছ ইঁদুরে কেটে শেষ করেছে।

ধান ক্ষেতে ইঁদুরের আক্রমণের কথা স্বীকার করে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, ইঁদুরের আক্রমন থেকে রক্ষার জন্য আমরা বিভিন্ন পরামর্শ প্রদান করছি। ধানের চারা ঘন করে না লাগিয়ে পাতলা করে লাগানো হলে সেক্ষেত্রে ইঁদুরের আক্রমন কমে যাবে। জমির আইল, উচু স্থান ও ইঁদুরের গমন পথে বিভিন্ন দেশীয় পদ্ধতির ফাঁদ ব্যবহার করতে নির্দেশ দেওয়া হচ্ছে। যদি কাজ না হয় তবে কীটনাশক 'রোমা' ব্যবহারের পরামর্শ প্রদান করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শিবগঞ্জে ধান ক্ষেতে ইঁদুরের উৎপাতে দিশেহারা কৃষক

মেসির সঙ্গে খেলতে পারাটা আমার জন্য সৌভাগ্যেরঃ এমবাপ্পে

হর্ন ব্যবহারে বিআরটিএর কঠোর নিষেধাজ্ঞা, আইন ভাঙলে ব্যবস্থা

সুনামগঞ্জে বেড়িবাঁধ রক্ষায় শিক্ষার্থীদের মানববন্ধন

আমরা ১৭ কোটি মানুষকে খাওয়াই, আশ্রয় দিচ্ছি ১৩ লাখ রোহিঙ্গাকে

ক্ষমতায় এলে ১৮ মাসে এক কোটি কর্মসংস্থান গড়বে বিএনপি