ভিডিও সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

মেসির সঙ্গে খেলতে পারাটা আমার জন্য সৌভাগ্যেরঃ এমবাপ্পে

কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসি

লিওনেল মেসির সঙ্গে খেলতে পারাটা তার জন্য এক বড় সৌভাগ্য ছিল বলে মনে করেন ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে। সম্প্রতি ফ্রান্সের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘তেলেফুট’-এ দেওয়া এক সাক্ষাৎকারে পিএসজিতে আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে কাটানো দুই মৌসুমের স্মৃতিচারণ করেন তিনি।

মেসির সঙ্গে যেই খেলেছেন, তারাই নিজেদের ভাগ্যবান মনে করেছেন। ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা কিলিয়ান এমবাপ্পেও সেটাই বললেন। ফরাসি অনুষ্ঠান 'তেলেফুট'-এ মেসির সঙ্গে খেলার বিষয়ে কথা বলেছেন এমবাপ্পে।

আরও পড়ুন


ফরাসি এই তারকা বলেন, 'আমি ভাগ্যবান ছিলাম যে মেসির সঙ্গে খেলতে পেরেছি। আমি কখনও ভাবিনি যে আমি তার সঙ্গে খেলব, কারণ আমার স্বপ্ন ছিল সবসময় রিয়াল মাদ্রিদ। আমি কখনও বার্সেলোনায় যোগ দেয়ার কথা ভাবিনি। আমি সত্যিই অবাক হয়েছিলাম, কারণ ড্রেসিংরুমে সবকিছুই খুবই স্বাভাবিক ছিল। যখন আপনি বিখ্যাত হন, তখন অনেকেই আপনাকে একজন ব্যক্তি এবং একজন খেলোয়াড় উভয় হিসেবেই পরিমাপ করে। কিন্তু মেসি সবাইকে সম্মান করে। এবং সে একজন অনন্য খেলোয়াড়। তার সঙ্গে খেলাটা সত্যিই একজন খেলোয়াড় হিসেবে আমাকে খেলাটি আরও ভালোভাবে বুঝতে সাহায্য করেছে।'
 
পিএসজিতে মেসি ও এমবাপ্পে দুই মৌসুম এক সঙ্গে খেলেছেন। চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারলেও তখন লিগ শিরোপা ও ঘরোয়া লিগ জিতেছিল পিএসজি। ২০২৩ পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। সেখানেও মাঠ মাতিয়ে যাচ্ছেন আর্জেন্টিনার অধিনায়ক। অপরদিকে, ২০২৪ সালে পিএসজি ছেড়ে স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেন এমবাপ্পে।   

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির সঙ্গে খেলতে পারাটা আমার জন্য সৌভাগ্যেরঃ এমবাপ্পে

হর্ন ব্যবহারে বিআরটিএর কঠোর নিষেধাজ্ঞা, আইন ভাঙলে ব্যবস্থা

সুনামগঞ্জে বেড়িবাঁধ রক্ষায় শিক্ষার্থীদের মানববন্ধন

আমরা ১৭ কোটি মানুষকে খাওয়াই, আশ্রয় দিচ্ছি ১৩ লাখ রোহিঙ্গাকে

ক্ষমতায় এলে ১৮ মাসে এক কোটি কর্মসংস্থান গড়বে বিএনপি

গুনাহমুক্ত জীবন গড়ে তোলার সহজ কৌশল