ভিডিও সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

নারী বিশ্বকাপ

প্রোটিয়াদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রোটিয়াদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

নারী ওয়ানডে বিশ্বকাপে জয়ের ধারায় ফিরতে প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। নিজেদের চতুর্থ ম্যাচে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বিশাখাপত্তনমে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে।

টস জিতে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা বলেন, ‘এটা এমন একটা উইকেট যেখানে ব্যাটাররা রান করতে পারবে। আমরা যদি বোর্ডে একটা ভালো স্কোর দাঁড় করাতে পারি, তবে তা বোলারদের সাহায্য করবে।’ এই ম্যাচে বাংলাদেশ দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। একাদশে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার ফারজানা হক এবং অলরাউন্ডার রিতু মনি।

অন্যদিকে, টস হেরে খুব একটা অখুশি নন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট। তিনি বলেন, ‘টস জিতলে আমরা বোলিংই নিতাম। কারণ পরের দিকে শিশিরের কারণে বল গ্রিপ করা কঠিন হতে পারে এবং বল ব্যাটে ভালোভাবে আসবে।’ ভারতের বিপক্ষে জয়ের পর দল আত্মবিশ্বাসী থাকলেও এই ম্যাচের জন্য তারা পুরোপুরি প্রস্তুত বলেও জানান তিনি।

প্রোটিয়া দলেও দুটি পরিবর্তন এসেছে। হিপ ফ্লেক্সর স্ট্রেইনের কারণে বিশ্রামে রাখা হয়েছে সুনে লুসকে। একাদশে ফিরেছেন আনেके ডার্কসেন ও মাসাবাতা ক্লাস।

আরও পড়ুন

 

বাংলাদেশ একাদশ: রুবাইয়া হায়দার, ফারজানা হক, শারমিন আক্তার, নিগার সুলতানা (অধিনায়ক), সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, রিতু মনি, মারুফা আক্তার।

দক্ষিণ আফ্রিকা একাদশ: লরা উলভার্ট (অধিনায়ক), তাজমিন ব্রিটস, আনেকে বোশ, ডার্কসেন, মারিজান ক্যাপ, সিনালো জাফতা, ক্লোয়ি ট্রাইঅন, নাডিন ডি ক্লার্ক, মাসাবাতা ক্লাস, ননকুলুলেকো এমলাবা, তুমি সেখুখুনে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রোটিয়াদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

মেট্রোরেলে বিজ্ঞাপন স্পেস ভাড়ার বিজ্ঞপ্তি প্রকাশ

সিরাজগঞ্জের সলঙ্গায় ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা  

কুমিল্লায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

দুই বছর পর ঐশী