ভিডিও সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

গাজীপুরে ৯ দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরে ৯ দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ৯ দফা দাবিতে কাদের সিনথেটিক ফাইবার্স লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। পরে পুলিশের বাধায় শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। 

আজ সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে মহানগরীর কোনাবাড়ী বিসিক শিল্প নগরীর কাদের সিনথেটিক ফাইবার্স লিমিটেড কারখানার শ্রমিকরা মূল ফটকের সামনে এ বিক্ষোভ শুরু করেন। 

জানা গেছে,  সোমবার সকালে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার মূল ফটকের সামনে অবস্থান করেন। কর্তৃপক্ষের কাছে শ্রমিকদের বেতন ৭ থেকে ১০ তারিখে পরিশোধ, মেডিকেল ছুটি, হাজিরা বোনাস, বাটন ফোন ব্যবহার করা, নাইট বিল ১৫০ টাকা ও বকেয়া বেতন পরিশোধসহ ৯ দফা দাবি উপস্থাপন করেন। তাদের এসব দাবি মালিকপক্ষ পুরোপুরি মেনে না নেওয়ায় দুপুরের থেকে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা কোনাবাড়ী বিসিক শিল্প নগরীর বিভিন্ন সড়কের প্রবেশমুখ অবরোধ করে আন্দোলন করেন। 

কারখানার শ্রমিক আব্দুল লতিফ, হুমায়ুন কবীরসহ কয়েকজন বলেন, আমাদের দাবিগুলো যৌক্তিক।  আমাদের নিরাপত্তার স্বার্থে মোবাইল ব্যবহার করতে দিতে হবে। আমাদের বকেয়া বেতন না দিলে আমরা খাব কী? এই কারখানায় আমরা যে কাজ করি, আমাদের তেমন কোনো সুযোগ-সুবিধা কর্তৃপক্ষ দেয় না। 

আরও পড়ুন

গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের পুলিশ পরিদর্শক মোর্শেদ জামান বলেন, শ্রমিকরা ৯ দফা দাবিতে কারখানার মূল ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন। পরে তারা মহাসড়কেও চলে আসেন। কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদের প্রতিহত করা হয়েছে। এখন কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ৯ দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এনসিপি একক অথবা জোটে যাক, শাপলা প্রতীকেই নির্বাচন করবে: সারজিস

দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের কাজে অনিয়ম দেখেছি, ব্যবস্থা নিতেই এই সফরে আসা: উপদেষ্টা

ম্যাচ চলাকালে ভারতীয় পেসারের মৃত্যু

প্রোটিয়াদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

মেট্রোরেলে বিজ্ঞাপন স্পেস ভাড়ার বিজ্ঞপ্তি প্রকাশ