এনসিপি একক অথবা জোটে যাক, শাপলা প্রতীকেই নির্বাচন করবে: সারজিস

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বাংলাদেশের স্বার্থে এনসিপি এককভাবেও আগামী নির্বাচনে যেতে পারে। আবার কোনো অ্যালায়েন্সের মধ্য দিয়েও নির্বাচনে যেতে পারে। তবে এসসিপি নামেই নির্বাচন করবে। শাপলা প্রতীকেই নির্বাচন করবে।’
সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১টায় জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির জেলা ও উপজেলার সমন্বয় সভা শেষে সারজিস আলম এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের আইন অঙ্গন থেকে শুরু করে যারা এই বিষয়ে বিশেষজ্ঞ আছেন, সচিব, নির্বাচন কমিশনসহ সবার সঙ্গে কথা বলেছি। শাপলা প্রতীক দিতে কোনো বাধা নেই। যেহেতু কোনো আইনগত বাধা নেই। আমরা প্রত্যাশা করি আমাদের সঙ্গে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এ রকম একটি স্বাধীন নির্বাচন কমিশন কোনো ধরণের প্রভাবে প্রভাবিত হয়ে স্বেচ্ছার কোনো আচরণ করবে না। আমরা প্রত্যাশা করি শাপলা প্রতীক পাবো এবং সেটা পেয়েই নির্বাচনে অংশগ্রহণ করবো।’
সারজিস বলেন, এনসিপি ঐক্যমত কমিশনে পিআর পদ্ধতি সর্ম্পকে স্পষ্ট অবস্থান জানিয়েছে। এনসিপি মনে করে যে বর্তমান বাংলাদেশের বাস্তবতায় উচ্চকক্ষে পিআর হতে পারে।’
জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, ‘বাংলাদেশের স্বার্থে এনসিপি এককভাবেও আগামী নির্বাচনে যেতে পারে। আবার কোনো অ্যালায়েন্সের মধ্য দিয়েও নির্বাচনে যেতে পারে। তবে এসসিপি নামেই নির্বাচন করবে। আমরা প্রত্যাশা করছি, শাপলা প্রতীকেই নির্বাচন করব।’ বলেন, ‘আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বলি, আমাদের বিচার বিভাগ বলি অন্তর্বর্তীকালীন সরকার বলি তারাও তাদের জায়গা থেকে এই গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত এবং নির্দেশদাতা যারা তাদের রায় তারা প্রকাশ না করে রায় না দিয়ে কার্যকরের পথে না গিয়ে নির্বাচনে কথা বলবে না।’
তিনি আরও বলেন, ‘তারা সমান্তরালভাবে দুটি চিন্তা করছেন ডিসেম্বরের মধ্যে এ গুলোর বাস্তবায়ন করতে যাচ্ছেন। এটাকে সামনে রেখে ফেব্রুযারিতে নির্বাচনের কথা বলছেন। আমরা আশাকরি তারা তাদের ওই প্যারালাল রূপরেখা একসঙ্গে কাজ করে যাবেন। কোনো একটা যদি কালক্ষেপণ হয় তাহলে আরেকটাও অটোমেটিক কালক্ষেপণ হবে। জুলাই সনদের কার্যক্রম সন্তষ্টজনক অগ্রগতির পরে গণতান্ত্রিক ধারায় বাংলাদেশে যে স্বচ্ছ নির্বাচনের প্রত্যাশা করছি সেই নির্বাচনে রাজনৈতিক দল হিসাবে এনসিপির অংশগ্রহণের জন্য যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সাংগঠনিকভাবে এনসিপিকে শক্তিশালী হিসাবে দাঁড় করানো।’
আরও পড়ুনসাংগঠনিকভাবে এনসিপি যত শক্তিশালী হবে, আগামীর নির্বাচনে এনসিপি জনগণের প্রতিনিধিত্ব করার হার সংসদে সেটি তত বৃদ্ধি পাবে বলে জানান উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
তিনি বলেন, ‘সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে জেলায় জেলায় সমন্বয় সভা করছি। আমরা আশা করছি দ্রুত সময়ের মধ্যে শক্তিমত্তার জায়গা সেটি সর্বোচ্চ বৃদ্ধি করে আগামীতে সংসদ নির্বাচন হবে। সেখানে এনসিপি বাংলাদেশের শক্তিশালী দুটি রাজনৈতিক দলের মধ্যে একটি হিসাবে অংশগ্রহণ করবে। এনসিপি তাদের জায়গা থেকে এখন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক।
জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টির এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী ও কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন: ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম, কেন্দ্রীয় জাতীয় যুবশক্তি যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুল।
সাম্প্রতিক সময়
মন্তব্য করুন