ভিডিও রবিবার, ১২ অক্টোবর ২০২৫

কুড়িগ্রাম ও নওগাঁয় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

কুড়িগ্রাম ও নওগাঁয় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু। প্রতীকী ছবি

করতোয়া ডেস্ক : কুড়িগ্রামের রাজারহাট ও নওগাঁর পোরশা উপজেলায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে।

প্রতিনিধিদের পাঠানো এসংক্রান্ত আরও খবর-

রাজারহাট (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রাজারহাটে ৭২ঘন্টার ব্যবধানে ২শিশু কন্যার পুকুরের পানিতে পড়ে মৃত্যু হয়েছে। এ ঘটনায় দু’টি পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। জানা যায়, উপজেলার উমরমজিদ ইউনিয়নের বালাবান্দি সরকার পাড়া গ্রামের হাফেজ মো. জাকির ওরফে রুবেল মিয়ার মেয়ে ও তৃতীয় শ্রেণির ছাত্রী মোছা. জাকিয়া খাতুন (৯) আজ রোববার (১২ অক্টোবর) বেলা ১১টায় মাদ্রাসা থেকে বাড়ি ফিরে পাশের পুকুরে গোসল করতে যায়।

কিন্তু গোসল করে আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে যায়। বাড়ির পাশের পুকুরের পানিতে জাকিয়া খাতুনকে ভাসতে দেখে তাকে পানি থেকে তুলে দ্রুত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক জাকিয়া খাতুনকে মৃত ঘোষণা করেন। বিষয়টি ওই ইউনিয়নের চেয়ারম্যান আহসানুল কবির আদিল নিশ্চিত করেন।

আরও পড়ুন

অপরদিকে উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের বাবুর বাজার এলাকার সিরাজুল ইসলামের মেয়ে সামিয়া খাতুন (৮) গত বৃহস্পতিবার বিকেল ৪টায় বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে মারা যায়। বিষয়টি রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত রায়হান কবির নিশ্চিত করেছেন।

পোরশা(নওগাঁ): নওগাঁর পোরশায় পুকুরের পানিতে ডুবে সাদিয়া জান্নাত(১০) নামে এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (১২ অক্টোবর) দুপুরে পোরশা দিঘিপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। সে উপজেলার পোরশা বাঁশবাড়ি গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে।

জানা যায়, সাদিয়া পোরশা দিঘিপাড়া গ্রামে তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসে। আজ রোববার (১২ অক্টোবর) দুপুরে সাদিয়াসহ আরও কয়েকজন শিশু সেখানকার একটি পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে পুকুরের পানিতে তলিয়ে যায় সে। স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রাম ও নওগাঁয় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

হাইকোর্টের দ্বারস্থ হলেন কুমার শানু

খুলনাকে হারিয়ে শিরোপা ধরে রাখল রংপুর

বগুড়ার শেরপুরে করতোয়া থেকে হৃদয়ের লাশ উদ্ধার

কুমিল্লায় শিয়ালের কামড়ে শিশুসহ আহত ৭

ধর্ম মন্ত্রণালয়ের নতুন সচিব কামাল উদ্দিন