বগুড়ার শিবগঞ্জে ৭ মাস পর গৃহবধূর মরদেহ কবর থেকে উত্তোলন

মোকামতলা ( বগুড়া) প্রতিনিধি : শিবগঞ্জের রেখা বেগম (২৮) নামে এক গৃহবধূর মৃত্যুর ৭ মাস পর আজ রোববার (১২ অক্টোবর) নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুনের উপস্থিতে মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। রেখা বেগম উপজেলার মোকামতলা ইউনিয়নের সাতআনা চাকলমা গ্রামের ইসমাইল হোসেন শামীমের স্ত্রী।
জানা যায়, রেখা বেগম গত ২৫ মার্চ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর স্বামীর পরিবারের লোকজন তার মরদেহ দাফন করেন। অপর দিকে রেখা বেগমকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে এমন অভিযোগ তুলে তার বড় বোন দিবা বেগম রেখার স্বামী ইসমাইল হোসেন শামীম, শাশুড়ি শান্তনা ও দেবর সোহানকে আসামি করে আদালতে হত্যা মামলা দায়ের করেন।
আরও পড়ুনমামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া পিবিআই‘র এস আই আবু এনাম হোসেন বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। উল্লেখ্য রেখা বেগম মৃত্যুকালে ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে তার পরিবারের লোকজন জানান।
মন্তব্য করুন