ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের সার দেওয়ার দাবিতে মানববন্ধন

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি: খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বালিয়াডাঙ্গী শাখার উদ্যোগে খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের সার দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ রোববার (১২ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা শহরে চৌররাস্তার প্রাণকেন্দ্র দুই ঘন্টাব্যাপী খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশন এর সভাপতি সাবুল হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, খুচরা সার বিক্রেতা ইয়াকুব আলী, মিজানুর রহমান, মিস্টার, নাসিরুল, কৃষক সাদেকুল। মানববন্ধন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, সাংবাদিক হারুন অর রশিদ, সাংবাদিক হাসান আলী।
বক্তারা বলেন, খুচরা সার বিক্রেতার মাধ্যমে সার প্রদান করলে প্রকৃত কৃষকদের কোন রকম হয়রানি হতে হবে না। অবিলম্বে সরকারের প্রতি খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের সার দেওয়ার দাবি জানান।
আরও পড়ুন
মন্তব্য করুন