ভিডিও রবিবার, ১২ অক্টোবর ২০২৫

ডিজিটাল প্রতারণার মাধ্যমে বগুড়ায় ব্যাংক থেকে ২৭ লাখ টাকা আত্মসাৎ

ডিজিটাল প্রতারণার মাধ্যমে বগুড়ায় ব্যাংক থেকে ২৭ লাখ টাকা আত্মসাৎ

স্টাফ রিপোর্টার : বগুড়ার একটি ব্যাংক থেকে ডিজিটাল প্রতারণার মাধ্যমে এক গ্রাহকের ২৭ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাৎ করা প্রতারক রাজু মুন্সিকে (২৩) গ্রেফতার করেছে বগুড়া গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম। আজ রোববার (১২ অক্টোবর) সকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার জঙ্গলপাখা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার জলিল মুন্সির ছেলে।

বগুড়া সদর থানায় দায়ের করা অভিযোগের বাদি রফিকুল ইসলাম (৬৭) জানান, অজ্ঞাতনামা আসামিরা তার জামাই আব্দুল হকের মোবাইলে মাদরাসা শিক্ষা বোর্ডের লোক পরিচয় দিয়ে নাতী মেজবাউল হকের নাম-ঠিকানা বলে মেধাবৃত্তি টাকা দেওয়ার কথা বলে, তার কাছে ব্যাংক হিসাব নম্বর চাইলে তার জামাই তার প্রাইম ব্যাংক পিএলসি বড়গোলা বগুড়া শাখার হিসেব নম্বর দেন।

আরও পড়ুন

এরপরই অজ্ঞাতনামা আসামি তার মোবাইলে একটি পিন নম্বর পাঠিয়ে ওই নম্বরটি জানতে চাইলে তার জামাই অজ্ঞাতনামা আসামিকে পিন নম্বর দেন। তারপর আসামিরা যোগাসাজস করে গত ২৭ জুলাই বিকেলের পর থেকে বাদির প্রাইম ব্যাংক বগুড়া শাখা থেকে বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন সেবা ইনটেক এর মার্চেন্ট একাউন্টের মাধ্যমে উল্লেখিত পরিমাণ টাকা প্রযুক্তির মাধ্যমে হাতিয়ে নেয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল প্রতারণার মাধ্যমে বগুড়ায় ব্যাংক থেকে ২৭ লাখ টাকা আত্মসাৎ

টঙ্গীতে শিক্ষককে মারধর করে পুলিশে দিল শিক্ষার্থীরা

সিরাজগঞ্জের কাজিপুরে কাঁঠাল পাতার রমরমা ব্যবসা, বিক্রি হচ্ছে হাটেবাজারে

বান্দরবানে সোমবারের হরতাল প্রত্যাহার

২০২৭ বিশ্বকাপে খেলতে যে সমীকরণ মেলাতে হবে বাংলাদেশকে

ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন