ভিডিও শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১২ অক্টোবর, ২০২৫, ০৮:২৩ রাত

শেখ সরিফ উদ্দিন সুপার মার্কেটের সামনে রাস্তা দখল করে ঢালাই করা হচ্ছে

শেখ সরিফ উদ্দিন মার্কেটের সামনে রাস্তা দখল করে ঢালাই করা হচ্ছে। ছবি : দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার: বগুড়া শহরের নবাববাড়ি সড়কস্থ শেখ সরিফ উদ্দিন সুপার মার্কেটের সামনে রাস্তা দখল করে ঢালাই দেওয়া হচ্ছে। মার্কেটের গ্রাউন্ড ফ্লোরের দোকান মালিকেরা নিজ উদ্যেগে এই কাজ করছেন। পৌরসভার রাস্তা দখল করে কাজ করলেও পৌরসভা কর্তৃপক্ষ আজ রোববার (১২ অক্টোবর) কোন ব্যবস্থা নেয়নি। বগুড়া শহরের অন্যতম ব্যস্ততম সড়ক হচ্ছে নবাববাড়ি সড়ক। এই সড়কের সামনে কয়েকটি মার্কেট ও শপিংমল রয়েছে।

সড়কের সাথে লাগানো শেখ সরিফ উদ্দিন মার্কেটের সামনে রাস্তার প্রায় ৫ ফুট জায়গা দখল ঢালাই দেওয়া হচ্ছে। মার্কেটের ব্যবসায়ীদের সাথে কথা বললে অনেকেই জানান, সমিতির সভাপতি কাউকে না জানিয়ে নিজের ইচ্ছায় কাজটি করছেন। এটি সমিতির কোন সিদ্ধান্ত নয়। সভাপতি আব্দুর রাজ্জাকের একক সিদ্ধান্তে রাস্তা দখল করে ঢালাই দেওয়ার কাজ করছেন।

মার্কেটের গ্রাউন্ড ফ্লোর ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রাজ্জাকের সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাকে না পেয়ে তার মুঠোফোনে যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেন নি। মার্কেটের প্রথম ফ্লোর ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক রেজাউল করিম রেজা জানান, কাজটি কারা করছেন তিনি তা জানেন না। ওই কাজের সাথে তাদের ফ্লোরের ব্যবসায়ীদের কোন সম্পর্ক নাই।

আরও পড়ুন

বগুড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল জানান, মার্কেটের কিছু ব্যবসায়ী কাউকে কিছু না জানিয়ে রাস্তা দখল করে ঢালাই দিচ্ছে এমন সংবাদ পেয়ে তারা লোক পাঠিয়ে দিয়েছে। নিষেধও করেছে। তারপরও যদি কাজ করে তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পৌর নির্বাহী কর্মকর্তা মো. শাহজাহান আলম জানান, মার্কেটের লোকজনদের ডেকে পাঠানো হয়েছিলো। তারা বলেছে নিজ উদ্যোগে যা করেছে তা সরিয়ে নিবে। যদি তারা সরিয়ে বা ভেঙ্গে না নেয় তবে পৌরসভা কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্পাদক পরিষদ’র নতুন কমিটি গঠন

আরও ৯ জেলায় নতুন ডিসি

বগুড়ার গাবতলীর তোজাম হত্যা মামলায় যাবজ্জীবন কারাদন্ডাদেশপ্রাপ্ত আসামি দুলুর জামিন নামঞ্জুর 

সৎ মানুষ তৈরি করতে নৈতিক শিক্ষা অত্যন্ত জরুরি

বাংলাদেশকে জেতাতে পারলেন না হামজা : জয় হাতছাড়া বাংলাদেশের

বগুড়ার গাবতলীতে বিএনপির নির্বাচনি  প্রচারণা ও কর্মী সভা অনুষ্ঠিত