ভিডিও রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১২ অক্টোবর, ২০২৫, ০৯:১২ রাত

বগুড়ার শেরপুরে করতোয়া থেকে হৃদয়ের লাশ উদ্ধার

বগুড়ার শেরপুরে করতোয়া থেকে হৃদয়ের লাশ উদ্ধার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে করতোয়া নদীতে ৩ বন্ধু গোসল করতে নেমে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর  হৃদয় হাসান (১৪) নামের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার (১২ অক্টোবর) বিকেল ৪টায় ঘটনাস্থল থেকে ৫শ মিটার দুরে গাড়িদহ ব্রিজের কাছে তার লাশ ভেসে উঠে।

সে গাড়িদহ ইউনিয়নের রহমান নগরের দুলাল হোসেনের ছেলে। হৃদয় হাসানের বাবা ঢাকায় গার্মেন্স কোম্পানিতে চাকুরি করে ও হৃদয় ঢাকায় একটি কেজি স্কুলের ৮ম শ্রেণির ছাত্র। তারা বাড়িতে বেড়াতে এসেছিল।

জানা যায়, গতকাল শনিবার সকাল ১১টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের রহমান নগর এলাকায় করতোয়া নদীতে হৃদয় হাসান, নিরব ও সৌরভ নামের তিন বন্ধু মিলে করতোয়া নদীতে গোসল করতে আসে। এ সময় তারা নদী পার হওয়ার চেষ্টা করলে হঠাৎ স্রোতে হৃদয় হাসান ও নিরব হোসেন নামের দুই বন্ধু তলিয়ে যায়। এ সময় সৌরভ হোসেন নিরবকে টেনে উদ্ধার করে। কিন্তু হৃদয় হাসান নিখোঁজ হয়।

আরও পড়ুন

এ বিষয়ে তাদের বন্ধু সৌরভ জানান, নিরব সাতাঁর জানতোনা। কিন্তু হৃদয় সাঁতার জানে তারপর স্রোতে ভেসে গেছে। হৃদয় নিখোঁজ হবার পরের দিন তার লাশ নদীতে ভেসে উঠেছে। শেরপুর ফায়ার সার্ভিসের সাব-ইন্সপেক্টর নুরুল ইসলাম বলেন, স্থানীয়দের নিয়ে জাল দিয়ে উদ্ধারের চেষ্টা চলছিল। দীর্ঘ সময় হওয়াতে লাশ নদীতে ভেসে উঠেছে।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকটে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া জেলা প্রশাসকসহ দেশের বিভিন্ন জেলার ১৫ ডিসি রদবদল

সেই দুই শিশুর দায়িত্ব নিলেন তারেক রহমান

বগুড়ার সারিয়াকান্দির চরাঞ্চলের ছনপাতা বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন এলাকায়

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালানকৃত ৬টি গবাদিপশু ও ৫০ কেজি বিড়ির মসলা জব্দ

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় সার ব্যবসায়ী নিহত

বগুড়ার শাহজাহানপুরে বার্মিজ চাকুসহ যুবক গ্রেফতার