ওটিটিতেও মুগ্ধতা ছড়াচ্ছেন মন্দিরা
অভি মঈনুদ্দীন ঃ মন্দিরা চক্রবর্ত্তী বাংলাদেশের এই প্রজন্মের দর্শকপ্রিয় নায়িকা। এখন পর্যন্ত তার অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। একটি গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘কাজল রেখা’ অন্যটি মিঠু খানের ‘নীলচক্র’।
‘নীলচক্র’ সিনেমাটি চলতি বছরের শুরুর দিকে মুক্তি পায় দেশের সিনেমা হলগুলোতে। বিশেষ করে ঢাকার সিনেপ্লেক্সগুলোতে মুক্তির পর সিনেমাটি দর্শক প্রবল আগ্রহ নিয়ে উপভোগ করেছেন। তবে সেই সময়টাতে দর্শক আরো কিছুদিন ‘নীলচক্র’ হলে প্রদর্শনের কথাও বলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত নিয়মের ধারাবাহিকতায় হলে আর প্রদর্শিত হয়নি। যারা হলে হলে গিয়ে মন্দিরা অভিনীত ‘নীলচক্র’ উপভোগ সকরতে পারেননি তাদের জন্য ‘নীলচক্র’ উপভোগ করার সুযোগ সৃষ্টি করে দিয়েছে ওটিটি প্লাটফরম ‘আইস্ক্রিণ’।
কিছুদিন আগেই মন্দিরা অভিনীত দ্বিতীয় এই সিনেমাটি ‘আইস্ক্রিণ’-এ প্রকাশিত হয়েছে। মন্দিরার ভক্ত দর্শকেরা এখন তার অভিনীত ‘নীলচক্র’ সিনেমাটি এই প্লাটফরমে উপভোগ করছেন। সিনেমাটিতে তার অভিনয়ে মুগ্ধ হচ্ছেন দর্শক ভক্তরা।
আরও পড়ুনমন্দিরা বলেন,‘ সত্যি বলতে কী নীলচক্র সিনেমাটি যখন মুক্তি পায় তখন অনেকেই হলে গিয়ে সিনেমাটি দেখতে পারেননি নানান ব্যস্ততার কারণে। আমারও ভীষণ খারাপ লেগেছিলো কারণ আমার অনেক কাছের মানুষই সিনেমাটি দেখতে পারেননি। তাদের জন্যই পরবর্তীতে আইস্ক্রিণ এই সুযোগ করে দিয়েছে। এখন প্রতিনিয়ত কেউ না কেউ নীলচক্র উপভোগ করছেন, তাদের কাছ থেকে বেশ ভালো রেসপন্স পাচ্ছি। নিজের কাজের প্রতি আরো ভালোলঅগা বাড়ছে। আগামীতে নতুন সিনেমাতে কাজ করার ব্যাপারে নানান দিকে আরো সচেতনতা বাড়বে।’
‘নীলচক্র’তে মন্দিরার অভিনয়ে মুগ্ধ অনেক দর্শকই এখন অপেক্ষায় করছেন তার নতুন সিনেমার। কিন্তু আপাতত মন্দিরার নতুন সিনেমাতে অভিনয়ের কোনো আপডেট নেই। যদি থাকে তাহলে তিনি সময়মতো তার ভক্ত দর্শককে জানিয়ে দেবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন। এদিকে কিছুদিনি আগে ‘কাজল রেখা’ সিনেমাতে অভিনয়ের জন্য ‘সিজেএফবি’ সম্মাননা অনুষ্ঠানে ‘প্রমিজিং অ্যাক্টর’ হিসেবে সম্মাননায় ভূষিত হন। এর আগে যুক্তরাষ্ট্রে ‘কাজল রেখা’ সিনেমাতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কারে ভূষিত হয়েছেন দুটি ভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। আবার দেশে ফিরেও তিনি ‘কাজল রেখা’ ও ‘নীলচক্র’তে অভিনয়র জন্যও সম্মাননায় ভূষিত হয়েছেন। মন্দিরা চক্রবর্ত্তী সেরা নাচিয়ে’ প্রতিযোগিতায় শীর্ষস্থানে অবস্থান করে মিডিয়াতে পেশাগতভাবে যাত্রা শুরু করেন। এরপর বেশকিছু বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। পাশাপাশি বেশকিছু নাটকেও তিনি অভিনয় করেন।
মন্তব্য করুন

_medium_1765119045.jpg)

_medium_1765113979.jpg)
_medium_1765113759.jpg)




