ভক্তদের সুখবর দিলেন ইয়ামাল!

বার্সেলোনার জন্য দারুণ খবর—চোট কাটিয়ে ফিরছেন লামিনে ইয়ামাল। রোববার লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। এই মাসে আন্তর্জাতিক বিরতির সময় ইনজুরিতে পড়ায় টানা চার ম্যাচ মিস করেছেন ইয়ামাল। অবশেষে শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রত্যাবর্তনের বার্তা দিয়েছেন তিনি।
ইয়ামাল সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ক্যারিয়ারের কিছু সেরা মুহূর্তের ভিডিও পোস্ট করে লিখেছেন, 'হেই! আমি ফিরছি।' তরুণ এই উইঙ্গার মৌসুমের শুরুতে দুর্দান্ত ছিলেন—লিগের প্রথম তিন ম্যাচে দুটি গোল ও দুটি অ্যাসিস্ট করেন। জাতীয় দলের হয়েও বুলগেরিয়া ও তুরস্কের বিপক্ষে তিনটি অ্যাসিস্ট করেছিলেন তিনি। তবে জাতীয় দলের হয়ে খেলতেই তার ইনজুরি বাড়ে বলে অভিযোগ করেছিলেন বার্সা কোচ হান্সি ফ্লিক।
স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে অবশ্য ফ্লিকের অভিযোগ আমলে নিতে নারাজ, তিনি জানান এসব নিয়ে তার মাথা ব্যথা নেই।
আরও পড়ুন
এদিকে বার্সেলোনা দুশ্চিন্তায় আছে রাফিনহার ইনজুরি নিয়ে। গত রাতে ওভিয়েদোর বিপক্ষে ম্যাচে দ্বিতীয়ার্ধে উঠে যান তিনি। ফ্লিক আশা করছেন গুরুতর কিছু নয়, তবে পরীক্ষার পরই নিশ্চিত হওয়া যাবে। ডিফেন্ডার আলেহান্দ্রো বালদেও ফিরছেন শিগগিরই। তবে দীর্ঘসময় বাইরে থাকতে হবে গোলরক্ষক টের স্টেগেন ও মিডফিল্ডার গাভিকে। এ ছাড়া ফারমিন লোপেজও তিন সপ্তাহ খেলতে পারবেন না। সব মিলিয়ে চোটের ভিড় থাকলেও বার্সা এখনো অপরাজিত মৌসুমে। সাত ম্যাচে ছয় জয় ও এক ড্র নিয়ে তারা রিয়াল মাদ্রিদের দুই পয়েন্ট পিছিয়ে আছে।
মন্তব্য করুন