নিউজ ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:১২ দুপুর
স্প্যানিশ লা লিগায় রিয়াল ওবেইদোর মাঠে ৩-১ গোলে জয় পেয়েছে বার্সেলোনা
_original_1758877966.jpg)
স্প্যানিশ লা লিগায় রিয়াল ওবেইদোর মাঠে ৩-১ গোলে জয় পেয়েছে বার্সেলোনা
এই জয়ে টেবিলের শীর্ষের দল রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমাল হান্সি ফ্লিকের দল।
শুরু থেকে পজেশন ধরে রাখায় ও আক্রমণে আধিপত্য দেখায় বার্সা। তবে ফিনিশিংয়ের ব্যর্থতায় গোল পাচ্ছিল না সফরকারীরা। এদিন লামিনে ইয়ামালকে ছাড়াই মাঠে নামে কাতালান ক্লাবটি।
৩৩ মিনিটে বার্সেলোনা গোলরক্ষক হোয়ান গার্সিয়ার চরম ভুলে এগিয়ে যায় ওবেইদো। দুর্দান্ত গোল করেন রেইনা। কাতালানরা ৫৬ মিনিটে সমতায় ফেরে ডিফেন্ডার এরিক গার্সিয়ার গোলে। ৭০ রাফিনিয়ার বদলি নামা পোলিশ স্ট্রাইকার লেভান্দোভস্কির গোলে ব্যবধান বাড়ে। শেষ মুহর্তে উরুগুয়ে ডিফেন্ডার আরাউহোর গোলে ৩-১ এ জয় নিশ্চিত হয় বার্সার।
মন্তব্য করুন