ভিডিও শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

বাগেরহাটে রিমান্ডের আসামির মৃত্যু

বাগেরহাটে রিমান্ডের আসামির মৃত্যু

বাগেরহাটে চিকিৎসাধীন অবস্থায় মোজাফফর (২৬) নামের এক রিমান্ডের আসামির মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টায় জেলার ২৫০ শয্যা জেলা হাসপাতালে তার মৃত্যু হয়। সুরতহাল ও আইনগত প্রক্রিয়া শেষে এই আসামির ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।

মৃত মোজাফফর বাগেরহাট জেলার রামপাল উপজেলার ভাগা এলাকার ওহাবের ছেলে।

পুলিশ জানায়, গেল ১৮ সেপ্টেম্বর রাখালগাছি এলাকায় বৈদ্যুতিক তার, ট্রান্সফরমারসহ বিভিন্ন যন্ত্রাংশ চুরির সন্দেহ মোজাফফরসহ চারজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয় বাসিন্দারা। পরে ওই দিনই তাকে চুরির মামলায় আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদেরকে কারাগারে প্রেরণের আদেশ দেন। পরে পুলিশের আবেদনে বৃহস্পতিবার আসামিদের এক দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। সদর থানায় রিমান্ডে থাকা অবস্থায় শুক্রবার সকালে অসুস্থ হয়ে পড়লে অন্য আসামিরা পুলিশকে জানায়। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ মোজাফফরকে হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে দুপুর ১২টা পর্যন্ত মৃত মোজাফফরের কোনো স্বজনকে পাওয়া যায়নি।

আরও পড়ুন

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এসকে সোহেলুর রহমান বলেন, সকালে দায়িত্বরত চিকিৎসক পুলিশের নিয়ে আসা রোগীকে চিকিৎসা সেবা দেন। ইসিজি করে দেখা যায়, তার গুরুত্বর হার্ট অ্যাটাক হয়েছে। এ কারণে তাকে খুলনায় স্থানান্তর করতে বলা হয়েছিল। কিন্তু এর মধ্যেই সকাল ৮টার দিকে তার হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে যায়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাগেরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, রিমান্ডের আসামি মোজাফফরের নামে চারটি মামলা রয়েছে। সকালে অসুস্থ হয়ে পড়লে পুলিশ সদস্যরা তাকে হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট এসেছেন, সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তার ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ৫ বিষয়ে আল্লাহ ছাড়া আর কেউই জানে না

খুলনার পৌনে ৪৩ লাখ শিশু পাবে টাইফয়েড টিকা

বাংলাদেশ-ওমানের মধ্যে কূটনৈতিক প্রশিক্ষণে সমঝোতা স্মারক সই

জুলাই মেমোরিয়াল প্রাইজ পেলো সিনেমা ‘কুরাক’

গাইবান্ধার পলাশবাড়ী সরকারি কলেজ শিবিরের উদ্যোগে পানির ফিল্টার স্থাপন

খাগড়াছড়িতে দলবদ্ধ ধর্ষণের বিচারের দাবিতে সড়ক অবরোধের ঘোষণা