খাগড়াছড়িতে দলবদ্ধ ধর্ষণের বিচারের দাবিতে সড়ক অবরোধের ঘোষণা

খাগড়াছড়ি সদরে স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মহাসমাবেশ হয়েছে।
আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ারে এই মহাসমাবেশ হয়।
এ ঘটনার সঙ্গে জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে কাল শনিবার ভোর ৫টা থেকে পরদিন রোববার সকাল ৬টা পর্যন্ত জেলায় সড়ক অবরোধ পালনের ঘোষণা দেয়া হয়।
এদিন খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে মিছিল শুরু করে শাপলা চত্বর হয়ে ভাঙা ব্রিজ ঘুরে চেঙ্গী স্কয়ারে এসে শেষ হয়। পরে মহাসমাবেশ শুরু হয়। সদর উপজেলা ছাড়াও জেলার সব উপজেলা থেকে কয়েক হাজার ছাত্রছাত্রীসহ নানান বয়সী মানুষ মহাসমাবেশে অংশ নেন।
আরও পড়ুনউক্যনু মারমার সভাপতিত্বে বক্তব্য দেন- সাধারণ শিক্ষার্থী কৃপায়ণ ত্রিপুরা, কবিতা চাকমা, আকাশ ত্রিপুরা, ওয়াবাই মারমা, সচিব চাকমা, বাগীস চাকমা, অংসাই মারমা, অংসুই মারমা প্রমুখ।
সমাবেশ থেকে বলা হয়, আগামীকাল ভোর ৫টা থেকে পরদিন রোববার সকাল ৬টা পর্যন্ত জেলায় সড়ক অবরোধ পালন করা হবে। এরপরও দাবি পূরণ না হলে হরতালসহ লাগাতার কর্মসূচি দেয়া হবে।
মন্তব্য করুন