বগুড়া রেলস্টেশন এলাকা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার : বগুড়া রেল স্টেশন এলাকা থেকে দুলু (৬০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। রেলওয়ে পুলিশ আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে লাশটি উদ্ধার করে। নিহত দুলু সরকার বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকার আজহার আলী সরকারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, ‘রেল স্টেশনের পূর্ব পাশের এলাকা থেকে দুলুর লাশটি উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়।
আরও পড়ুনএ রিপোর্ট তৈরির সময় তার শরীরের কোন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়নি। স্বজনরা জানিয়েছেন তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার পরিবার জানায়,তিনি উচ্চ রক্তচাপের রোগী ছিলেন। ভোরে তিনি বাড়ি থেকে হা্টাঁহাঁটির জন্য বের হয়েছিলেন। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।
মন্তব্য করুন