ভিডিও শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ায় জামায়াতের বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত

বগুড়ায় জামায়াতের বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত। ছবি : দৈনিক করতোয়া

জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান, পি আর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় শহীদ খোকন পার্কে বগুড়া শহর জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন শহর সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, কর্মপরিষদ সদস্য এড. রিয়াজ উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, শিবিরের বগুড়া শহর শাখার সাবেক সভাপতি এড. আলাউদ্দিন সোহেল, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আল-আমিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার সভাপতি আজগর আলী, শহর জামায়াতের অফিস সম্পাদক মাও. আব্দুল হামিদ বেগ, শহর শিবির সভাপতি হাবিবুল্লাহ খন্দকার, শহর জামায়াতের আইন সম্পাদক আইন সম্পাদক এড. শাহিন মিয়া, যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস সালাম তুহিন, মাওলানা মাও. আব্দুস সালাম যুক্তিবাদী, মাওলানা হেদাইতুল ইসলাম, এড. নূরুল ইসলাম আকন্দ, আব্দুল হাদী শফিক, এনামুল হক রানা, আল জাবের হক্কানী প্রমুখ।

বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে দেশে একটি নতুন পরিবেশ সৃষ্টি হয়েছে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন বাংলাদেশ গড়ার যে সম্ভাবনা দেখা দিয়েছে, সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি সুখী, সমৃদ্ধশালী, মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামায়াতে ইসলামী কাজ করছে। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে এবং প্রতিটি ভোটের যথাযথ মূল্যায়নের জন্যই জামায়াতে ইসলামীসহ অধিকাংশ রাজনৈতিক দল পি আর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানাচ্ছে।

আরও পড়ুন

আমরা মনে করি যারা বিরোধীতা করছেন তারাও একদিন পি আর পদ্ধতির সুফল বুঝতে সক্ষম হবেন এবং এই দাবি মেনে নিয়েই আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহন করবেন। সমাবেশ শেষে বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বয়কট: শতাধিক কূটনীতিকের ওয়াকআউট

প্রধান উপদেষ্টার সফরসঙ্গীর সংখ্যা নিয়ে টিআইবির দাবি ‘ভিত্তিহীন’: প্রেস সচিব

কামিল ভর্তির জমাকৃত কাগজ ফেরত চাওয়ার জেরে শিক্ষককে মারপিট

অবসরের ঘোষণা দিলেন সার্জিও বুসকেটস

ভক্তদের সুখবর দিলেন ইয়ামাল!

পিআর পদ্ধতি দাবি ও প্রতীক জটিলতা আগামী নির্বাচনে প্রভাব ফেলবে না : ইসি আনোয়ার