চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা থেকে বিলকিস আরা (৩৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি গোমস্তাপুর সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কাশীপুর গ্রামের আব্দুল গনি হামিদের স্ত্রী এবং রাজশাহী মহানগরের তেরখাদিয়া এলাকার মৃত শফিকুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় স্বামীর বাড়িতে নিজ শয়নকক্ষে দরজা ভেতর থেকে আটকিয়ে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দেন বিলকিস। এ সময় বিলকিসের তিন ও দেড় বছরের শিশু দুটি পাশের ঘরে ছিল। স্বামী নিজের ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। বাড়িতে পরিচারিকা ছাড়া কেউ ছিল না।
শিশুদের খাবার দিতে দোতলায় এসে পরিচারিকা বিলকিসের ঘরে ধাক্কাধাকি করলে দরজা একপর্যায়ে খুলে যায়। পরিচারিকা এ সময় অপর একজন কাজের লোককে ডেকে বিলকিসকে নামায়। এরপর চিকিৎসককে খবর দেয়া হলে চিকিৎসা শুরুর পরপরই বিলকিস মারা যান।
আরও পড়ুনগোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম বলেন, প্রাথমিক তদন্তে বিলকিস আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তার মানসিক কিছু সমস্যার বিষয়ে জানা গেছে। এটি তার দ্বিতীয় বিয়ে। গত বুধবার তার বাবার বাড়ি যাবার কথা ছিল। সেদিন যাওয়া না হলে গত বৃহস্পতিবার তিনি যাবার জন্য শিশুদের নিয়ে অপেক্ষা করছিলেন। কিন্তু স্বামী ফিরতে দেরি করার এক পর্যায়ে তিনি ফাঁস দেন।
ওসি আরও বলেন, ঘটনার পর তার বড় বোন জেসমিন আরা ও স্বজনরা গোমস্তাপুরে আসেন। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন। দুই পরিবারের কোন আপত্তি না থাকায় আবেদনের প্রেক্ষিতে সুরুৎহাল রিপোর্ট শেষে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মামলার তদন্ত চলছে।
মন্তব্য করুন